সোমবার
১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন পে-স্কেল: শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর সুপারিশ নিয়ে যা জানা গেল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১০:০২ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

নবম পে-স্কেলে স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়সহ সব পর্যায়ের শিক্ষকরা স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছেন। বিষয়টি নিয়ে ইতিবাচক সাড়াও দিয়েছিল পে-কমিশন। কিন্তু সুপারিশ জমা দেয়ার শেষ সময়ে বড় দুঃসংবাদ দিয়েছে কমিশন।

পে-কমিশন সূত্র জানিয়েছে, স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়ে কমিশন ইতিবাচক, কিন্তু এটি তাদের এখতিয়ারের মধ্যে পড়ছে না। পে-কমিশন মূলত বিদ্যমান বেতন গ্রেডের বিষয়ে সুপারিশ করবে। স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়টি সার্ভিস কমিশনের এখতিয়ার। ফলে তাদের স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে কিছু করার নেই।

এদিকে, স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে পে-কমিশন সুপারিশ না করলেও নির্বাচিত সরকারের কাছে এ বিষয়ে দাবি জানানো হবে বলে জানিয়েছেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) সভাপতি এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘কমিশনের কাছে আমরা স্বতন্ত্র বেতন স্কেলের দাবি জানিয়েছিলাম। কমিশনের চেয়ারম্যান বিষয়টি ইতিবাচকভাবেই দেখেছিলেন। এখন যদি এ সুপারিশ না করা হয়, তাহলে বিষয়টি দুঃখজনক হবে।’ গত জুলাইয়ে সরকারি চাকরিজীবীদের সুযোগ-সুবিধা পর্যালোচনায় অন্তর্বর্তী সরকারের গঠিত পে কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেয়ার সময় বেঁধে দেয়া হয়। সেই হিসাবে কমিশনের হাতে সময় রয়েছে আগামী বুধবার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X