রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সেনেগালকে হারিয়ে ব্রাজিলের উল্লাস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৮:২৬ এএম আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৮:৩৩ এএম
সেনেগালকে হারিয়ে প্রথম জয়ের উচ্ছ্বাস ব্রাজিলের
expand
সেনেগালকে হারিয়ে প্রথম জয়ের উচ্ছ্বাস ব্রাজিলের

আর্জেন্টিনা যেমন আগের দিন অ্যাঙ্গোলার বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছিল, ঠিক তেমনি দক্ষিণ আমেরিকার আরেক পরাশক্তি ব্রাজিলও একই স্কোরলাইনে হারাল আফ্রিকান প্রতিপক্ষ সেনেগালকে।

লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে সেলেসাওদের হয়ে গোল করেন তরুণ ফরোয়ার্ড এস্তেভাও এবং অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ব্রাজিল। পুরো ম্যাচে তারা ১৪টি শট নেয়, যার মধ্যে ছয়টি ছিল লক্ষ্যে। যদিও শুরুর দিকে দু’বার গোলপোস্টের বাধা পেরোতে পারেনি কার্লো আনচেলত্তির দল।

চতুর্থ মিনিটে ম্যাথিউজ কুনহার শট পোস্টে লাগে এবং কিছুক্ষণ পর তার হেডবার আঘাত করে ক্রসবারে।

এছাড়া ভিনিসিয়ুস জুনিয়রের একটি দূরপাল্লার শট ফিরিয়ে দেন সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দো মেন্দি।

অবশেষে ২৮তম মিনিটে ডেডলক ভাঙে। কাসেমিরোর দেওয়া পাস প্রতিপক্ষের এক খেলোয়াড়ে লেগে এস্তেভাওয়ের সামনে পড়ে। ১৮ বছর বয়সী এই প্রতিশ্রুতিশীল খেলোয়াড় সুযোগ হাতছাড়া করেননি—দ্রুতগতিতে এগিয়ে গিয়ে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন।

তার ঠিক সাত মিনিট পরই ব্যবধান বাড়ায় ব্রাজিল। রদ্রিগোর নিখুঁত ফ্রি-কিকে সেনেগালের ডিফেন্ডারদের নজর এড়িয়ে বল গ্রহণ করেন কাসেমিরো। ঠাণ্ডা মাথায় নিয়ন্ত্রণ নিয়ে মেন্দিকে পরাস্ত করেন তিনি।

গত দুই বছরের পারফরম্যান্সে সেনেগালের বিরুদ্ধে ব্রাজিলের তেমন সুখস্মৃতি ছিল না। ২০১৯ সালে প্রথম দেখায় ম্যাচ ড্র হয়েছিল ১-১ গোলে এবং ২০২৩ সালের জুনে সেলেসাওরা হার মানতে বাধ্য হয়েছিল আফ্রিকান চ্যাম্পিয়নদের কাছে। এবার সেই হতাশা ঝেড়ে ফেলে আফ্রিকান দলের বিপক্ষে পঞ্চম সাক্ষাতে প্রথম জয় তুলে নিল ব্রাজিল।

বিশ্বকাপ বাছাইপর্ব শেষে গত মাসে দুটি পরীক্ষা-নিরীক্ষামূলক ম্যাচ খেলেছিল ব্রাজিল। দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিলেও জাপানের কাছে ৩-২ ব্যবধানে হেরে যায়। আনচেলত্তির অধীনে এটিই তার সপ্তম ম্যাচ, যেখানে এসেছে চতুর্থ জয়।

আগামী মঙ্গলবার তিউনিসিয়ার বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন