

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে জয় প্রায় নিশ্চিতই করে ফেলেছিল বাংলাদেশ। তবে ইনজুরি সময়ে গোল হজম করে শেষ পর্যন্ত ২-২ ব্যবধানে ড্র করতে হয়েছে হ্যাভিয়ের ক্যাবরেরার দলকে।
ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই ১-০ গোলে পিছিয়ে পড়ে স্বাগতিক বাংলাদেশ। রক্ষণভাগের ভুলে ২৯তম মিনিটে নেপালের রোহিত চাঁদের শটে গোল খায় লাল-সবুজরা।
তবে দ্বিতীয়ার্ধ শুরু হতেই ম্যাচে ফেরে বাংলাদেশ। খেলা শুরুর মাত্র দুই মিনিট পর দুর্দান্ত এক বাইসাইকেল কিকে সমতা ফেরান দলের তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। পুরো স্টেডিয়াম তখন উল্লাসে মুখর।
এরপর ৫০তম মিনিটে পেনাল্টি পায় বাংলাদেশ। সেখানেও নিখুঁত শটে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন হামজা। ফলে ম্যাচের মোড় ঘুরে যায় স্বাগতিকদের পক্ষে।
কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা দ্বিতীয়ার্ধে পরিবর্তন এনে জুনিয়র সোহেল রানার জায়গায় মাঠে নামান শামিত সোমকে। পরিবর্তনের পর মাঠে ছন্দ ফিরে পায় বাংলাদেশ।
কিন্তু ভালোয় ভালোয় ম্যাচ শেষ হতে যাচ্ছিল এমন সময় ঘটে নাটকীয়তা। শেষ মুহূর্তে বিশ্রামে নেওয়া হয় হামজাকে। এরপর ইনজুরি সময়ে কর্নার থেকে বল পেয়ে ব্যাক হিলে গোলরক্ষক মিতুল মারমাকে পরাস্ত করেন নেপালের অনন্ত তামাং।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে হাতছাড়া হয় বাংলাদেশের নিশ্চিত জয়, তবু দর্শকের হৃদয় জয় করে নেয় লাল-সবুজদের প্রাণবন্ত লড়াই।
মন্তব্য করুন