রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মেসির গোলেও হার এড়াতে পারেনি ইন্টার মায়ামি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১০:৫৬ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

শেষ মুহূর্তে লিওনেল মেসির গোল সান্ত্বনা দিলেও হারের তিক্ততা এড়াতে পারেনি ইন্টার মায়ামি। মেজর লিগ সকার (এমএলএস) কাপ প্লে-অফের প্রথম রাউন্ডের দ্বিতীয় লেগে ন্যাশভিল এসসির কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে ফ্লোরিডার এই দলটি।

রোববার (২ নভেম্বর) ন্যাশভিলের মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে শুরু থেকেই স্বাগতিক দল ছিল আধিপত্যে। ২০২৩ সালের মে মাসের পর এটাই মেসিদের বিপক্ষে ন্যাশভিলের প্রথম জয়।

ম্যাচের নবম মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন স্যাম সারিজ। বিরতির আগ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ হয় জশ বাউয়ারের গোলে। হানি মুখতারের নেওয়া কর্নার কিকে বাউয়ারের পায়ের ছোঁয়ায় বল জালে জড়ালে ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে কিছুটা প্রাণ ফিরে পায় মায়ামি। আক্রমণে চাপ বাড়ালেও কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না। অবশেষে সময় শেষ হওয়ার ঠিক আগে, ৯০তম মিনিটে গোল করেন লিওনেল মেসি। তবে সেই গোল কেবল ব্যবধান কমানোর কাজই করে, জয় এনে দিতে পারেনি দলকে।

এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরাল ন্যাশভিল এসসি। আগামী শনিবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও নির্ধারণী ম্যাচ। ফোর্ট লডারডেলে ইন্টার মায়ামির ঘরের মাঠে রাত ১১টায় (বাংলাদেশ সময়) মুখোমুখি হবে দুই দল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন