রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এমবাপ্পে-বেলিংহামের জোড় আঘাতে রিয়ালের দাপুটে জয়

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৮:৪১ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার (১ নভেম্বর) রাতে যেন গোলের উৎসবই করল রিয়াল মাদ্রিদ।

কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহ্যামের দারুণ পারফরম্যান্সে লা লিগার ম্যাচে ৪-০ ব্যবধানে ভালেন্সিয়াকে উড়িয়ে দিয়েছে জাবি আলোনসোর দল। দলের চতুর্থ গোলটি করেন তরুণ স্প্যানিশ ডিফেন্ডার আলভারো কারেরাস।

পুরো ম্যাচজুড়ে রিয়ালের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। প্রায় দুই-তৃতীয়াংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে তারা। গোলের উদ্দেশে ২১টি শট নেয়, যার ১১টি ছিল লক্ষ্যে। বিপরীতে ভালেন্সিয়া কেবল চারবার শট নিতে পারে, তার মধ্যে মাত্র একবার লক্ষ্যভেদ করে।

খেলা শুরু হতেই আক্রমণে যায় রিয়াল। প্রথমার্ধেই পেনাল্টি পেয়ে এগিয়ে যায় তারা নির্ভুল স্পটকিকে গোল করেন এমবাপে। এর মাধ্যমে টানা আট লিগ ম্যাচে জালের দেখা পেলেন এই ফরাসি তারকা।

৩১তম মিনিটে আসে এমবাপের দ্বিতীয় গোল। আর্দা গিলেরের বাড়ানো ক্রস থেকে বক্সের মুখে দারুণ এক ভলিতে বল জালে জড়ান তিনি। রিয়াল তখন পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

৪২তম মিনিটে আবারও পেনাল্টি পায় স্বাগতিকরা, তবে এবার ভিনিসিউসের নেওয়া শট ঠেকিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। কিন্তু তাতে রিয়ালের গতি কমেনি। দুই মিনিট পরই ফেদেরিকো ভালভার্দের পাস ধরে বেলিংহ্যাম চমৎকার এক শটে দূরের পোস্ট দিয়ে গোল করেন।

শেষ মুহূর্তে বদলি হিসেবে মাঠে নামেন আলভারো কারেরাস। নামার কিছুক্ষণ পরই রদ্রিগোর শট রক্ষণের গায়ে লেগে ফিরে এলে, দারুণ এক বাঁ পায়ের শটে জাল কাঁপান এই তরুণ লেফট-ব্যাক।

এই জয়ে ১১ ম্যাচে ১০টি জয় ও একটি হার নিয়ে ৩০ পয়েন্টে লা লিগা টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে রিয়াল মাদ্রিদ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন