

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে ইউরোপিয়ান গোল্ডেন বুটের মালিক হয়েছেন। সর্বশেষ মৌসুমে লা লিগায় তিনি ৩১ গোল করে দলের জন্য অসাধারণ পারফরম্যান্স দেখান।
মৌসুম জুড়ে লস ব্লাঙ্কোসের হয়ে দুর্দান্ত ছন্দে খেলেছেন এমবাপ্পে। সবমিলিয়ে এই মৌসুমে তার মোট গোলের সংখ্যা ৪৪।
এই সাফল্যের জন্য প্রথমবারের মতো ক্যারিয়ারে ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন তিনি। ইউরোপের শীর্ষ লিগগুলিতে সর্বোচ্চ গোল করা খেলোয়াড়কে এই পুরস্কার দেওয়ার দায়িত্ব পালন করে ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া।
শুক্রবার (৩১ অক্টোবর) রিয়ালের হোমভেন্যু সান্তিয়াগো বার্নাব্যুতে কোচ ও সতীর্থদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে পুরস্কারটি এমবাপ্পের হাতে তুলে দেয়া হয়।
পুরস্কার হাতে পেয়ে এমবাপ্পে বলেন, “ক্যারিয়ারে প্রথমবার এই সম্মান পাওয়া আমার জন্য বিশেষ প্রাপ্তি। আশা করি আমরা দল হিসেবে এই মৌসুমে আরও ট্রফি জিতব।
রিয়ালের হয়ে খেলাটা আমার জন্য আনন্দের। ছোটবেলায় যে স্বপ্ন দেখেছিলাম, আজ সেটা বাস্তব হয়েছে। সতীর্থ ও সমর্থকদের সাপোর্ট ছাড়া এটি সম্ভব হতো না।
ফরাসি ফরোয়ার্ড হিসেবে রিয়ালের হয়ে এই পুরস্কার পাওয়ার রেকর্ড তিনজনের মধ্যে তিনি তৃতীয়। এর আগে ২০১৪-১৫ মৌসুমে ক্রিশ্চিয়ানো রোনালদো এটি জিতেছিলেন। রোনালদোর ক্যারিয়ারে মোট চারবার এই অর্জন রয়েছে, আর লিওনেল মেসি বার্সেলোনার জার্সিতে সর্বোচ্চ ছয়বার গোল্ডেন বুট জিতেছেন।
চলতি মৌসুমেও লা লিগার সর্বোচ্চ গোলস্কোরার এমবাপ্পে। ১০ ম্যাচে ১১ গোল ও ১৩ ম্যাচে ১৬ গোলের রেকর্ড তার। প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে তিনি আগামী মৌসুমেও নিজের লক্ষ্য রাখছেন পরবর্তী ইউরোপিয়ান গোল্ডেন বুট জেতার।
মন্তব্য করুন
