

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


স্প্যানিশ লা লিগার ২০২৫-২৬ মৌসুমে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে।
তার সাপ্তাহিক আয় ৫১৮,১৩৭ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় ৮ কোটি ৪৮ লাখ টাকা। হিসাব করলে দেখা যায়, দিনে তার আয় দাঁড়ায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
লা লিগার সর্বোচ্চ দশ বেতনধারীর তালিকায় এমবাপ্পের পাশাপাশি রিয়াল মাদ্রিদের আরও চার ফুটবলার আছেন। সমানভাবে জায়গা করে নিয়েছে বার্সেলোনা, তাদেরও চারজন আছেন শীর্ষ দশে। বাকি একজন আছেন আতলেতিকো মাদ্রিদের হয়ে।
চলুন দেখে নেওয়া যাক শীর্ষ দশ বেতনভোগীর তালিকা—
১. কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ) – ৫১৮,১৩৭ পাউন্ড / ৮ কোটি ৪৮ লাখ টাকা ২. ডেভিড আলাবা (রিয়াল মাদ্রিদ) – ৩৭৩,০৫৮ পাউন্ড / ৬ কোটি ১০ লাখ টাকা ৩. ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ) – ৩৪৫,৩৬৯ পাউন্ড / ৫ কোটি ৭৮ লাখ টাকা ৪. ইয়ান ওবলাক (আতলেতিকো মাদ্রিদ) – ৩৪৫,৩৬৯ পাউন্ড / ৫ কোটি ৭৮ লাখ টাকা ৫. জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ) – ৩৪৫,৩৬৯ পাউন্ড / ৫ কোটি ৭৮ লাখ টাকা ৬. রবার্ট লেভান্ডভস্কি (বার্সেলোনা) – ৩৪৫,৩৬৯ পাউন্ড / ৫ কোটি ৭৮ লাখ টাকা ৭. ফ্রেঙ্কি ডি ইয়ং (বার্সেলোনা) – ৩১৫,০২৭ পাউন্ড / ৫ কোটি ১৫ লাখ টাকা 8. মার্কাস রাশফোর্ড (বার্সেলোনা) – ৩,০০,০০০ পাউন্ড / ৪ কোটি ৯১ লাখ টাকা 9. ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড (রিয়াল মাদ্রিদ) – ২৭৬,৯৩৫ পাউন্ড / ৪ কোটি ৫৩ লাখ টাকা 10. লামিন ইয়ামাল (বার্সেলোনা) – ২৭৬,৯৩৫ পাউন্ড / ৪ কোটি ৫৩ লাখ টাকা
মন্তব্য করুন

