রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিপিএলে নোয়াখালী এক্সপ্রেস, কুমিল্লা নেই, চট্টগ্রাম অনিশ্চিত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৫:৪৭ পিএম
বিপিএল ট্রফি
expand
বিপিএল ট্রফি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুমকে সামনে রেখে সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি তালিকায় প্রথমবারের মতো জায়গা পায় নোয়াখালী ও ময়মনসিংহের নাম।

যদিও নোয়াখালীর জন্য আগ্রহ দেখানো বাংলা মার্ক লিমিটেড প্রাথমিক যাচাইয়ে বাদ পড়ে।

এরপর থেকেই শোনা যাচ্ছে—নতুন মালিকানা নিয়ে নোয়াখালী আবারও বিপিএলে ফিরতে পারে, যেখানে ‘দেশ ট্রাভেলস’ সম্ভাব্য মালিক হিসেবে আলোচনায় রয়েছে।

গত ৫ নভেম্বর বিপিএল গভর্নিং কাউন্সিল পাঁচ বছরের জন্য যে পাঁচ দলকে অগ্রাধিকার তালিকায় রেখেছিল, রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স।

শর্ত ছিল পাঁচ কার্যদিবসের মধ্যে ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে। কিন্তু বেশিরভাগই তা সময়মতো জমা দিতে ব্যর্থ হয়; অতিরিক্ত সময় দেওয়ার পরও অনেক দল শর্ত পূরণ করতে পারেনি।

এ পরিস্থিতিতে গুঞ্জন ছড়ায়—ব্যাংক গ্যারান্টির জটিলতা ও অন্যান্য কারণে চট্টগ্রাম রয়্যালসকে বাদ দিতে পারে বিসিবি।

তবে এখনো ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এদিকে ২৩ নভেম্বর নিলাম শুরু হয়ে ৩০ নভেম্বর শেষ হবে। এর মধ্যেই ক্রিকেট পাড়ায় আলোচনা—চট্টগ্রামের স্থলে নতুন দল যুক্ত করার পরিকল্পনা করছে গভর্নিং কাউন্সিল।

বিসিবি সূত্র জানায়, কোনো দল বাদ না দিয়ে বরং একটি অতিরিক্ত ফ্র্যাঞ্চাইজি অন্তর্ভুক্ত করার দিকেই ভাবছে বোর্ড।

সে ক্ষেত্রে প্রথমবারের মতো বিপিএলে দেখা যেতে পারে ‘নোয়াখালী এক্সপ্রেস’ নামে একটি নতুন দলকে। তবে এই দলটি চট্টগ্রামের জায়গা নেবে, নাকি ছয় নম্বর দল হিসেবেই যুক্ত হবে, সেটি এখনও চূড়ান্ত হয়নি।

সব মিলিয়ে নানা অনিশ্চয়তা ও আলোচনার মধ্যেই এগোচ্ছে আসন্ন বিপিএল মৌসুম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন