রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শেষ বলে ‘থ্রো’, ক্ষমা চেয়ে যা বললেন আকবর আলী

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১১:৩২ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাইজিং স্টারস এশিয়া কাপে ভারত ‘এ’ দলের বিপক্ষে শ্বাসরুদ্ধকর সেমিফাইনাল জয়ের পরও স্বস্তি পাচ্ছেন না বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক আকবর আলী।

ম্যাচের শেষ বলে করা তার অপ্রত্যাশিত থ্রো খেলাটাকে সুপার ওভারে নিয়ে যায়, আর সে কারণেই পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে নিজের ভুল স্বীকার করে সমর্থকদের কাছে ক্ষমা চান তিনি।

শেষ বলে ভারতের প্রয়োজন ছিল চার রান। লং অনে উঠানো শটে দুই রান নেওয়ার পর ব্যাটাররা তৃতীয় রানের জন্য দৌড় শুরু করলে আকবর বলটি ধরে স্টাম্পে সোজা ছুড়ে মারেন। কিন্তু স্টাম্পে কেউ দাঁড়ানো না থাকায় বল চলে যায় পেছনে। এই সুযোগে ভারতীয় ব্যাটাররা বাড়তি রান নিয়ে ম্যাচটি সমতায় নিয়ে আসে।

আকবর বলেই ফেললেন- “সমীকরণ জানতাম, কিন্তু শেষ মুহূর্তে মাথা কী যেন হয়ে গেল। বল ছুড়ে ফেলেছি। সমর্থকদের কাছে আন্তরিকভাবে দুঃখ চাই।

তবে সুপার ওভারে বাংলাদেশ ঘুরে দাঁড়ায় দুর্দান্তভাবে। রিপন মণ্ডল প্রথম বলেই জিতেশ শর্মাকে বোল্ড করেন এবং পরের বলেই আশুতোষ শর্মাকে ক্যাচ করিয়ে দেন। ভারতের ইনিংস শেষ হয় কোনো রান না তুলেই। ফলে বাংলাদেশের সামনে ছিল মাত্র ১ রানের লক্ষ্য।

এক রানের এই লক্ষ্য তাড়ায় নেমে প্রথম বলেই ইয়াসির আলী আউট হলেও চিন্তার কিছু হয়নি। পরের বলটি লেগ-সাইডে ওয়াইড হওয়ায় জয় নিশ্চিত হয়। স্ট্রাইকে থাকা আকবরের আর রান নিতে নামতে হয়নি ওয়াইড দিয়েই স্বস্তির নিঃশ্বাস ফেলে ফাইনালে উঠে যায় বাংলাদেশ।

এর আগে ব্যাটিংয়ে বাংলাদেশ ‘এ’ তোলে ৬ উইকেটে ১৯৪ রানের চ্যালেঞ্জিং স্কোর। ইনিংসের শুরুতে হাবিবুর রহমান সোহান ৪৬ বলে করেন ৬৫ রান। আর শেষ দিকে এস এম মেহরব ১৮ বলে ৬টি ছক্কা হাঁকিয়ে অপরাজিত ৪৮ রানে দলকে শক্ত ভিত্তি দেন।

ম্যাচ শেষে আকবর বলেন, আমাদের মনে লক্ষ্য ছিল ১৮০। কিন্তু মেহরব এবং ইয়াসির যেভাবে শেষটা করেছে, তাই ম্যাচটা বড় স্কোরে নিয়ে যেতে পেরেছি। এখনো মনে হচ্ছে, সবকিছু যেন খুব দ্রুত ঘটেছে!

শেষ ওভারে ১৫ রান ডিফেন্ড করতে নেমে রাকিবুল ইসলামও অধিনায়ককে যথেষ্ট সহায়তা করেন। যদিও জিশানের ক্যাচ মিস এবং আকবরের ভুল ম্যাচে উত্তেজনা বাড়িয়ে দেয়, শেষমেশ হাসি ফুটেছে টাইগার শিবিরে। আসন্ন ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস। ম্যাচটি অনুষ্ঠিত হবে রোববার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন