রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মরক্কোকে বিদায় করে সেমিফাইনালে ব্রাজিল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ এএম
শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় পেয়েছে ব্রাজিল
expand
শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় পেয়েছে ব্রাজিল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দোহার মাঠে জমজমাট কোয়ার্টার ফাইনাল লড়াইয়ে শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় পেয়েছে ব্রাজিল।

মরক্কোর বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বর্তমান রানার্স–আপরা।

শুক্রবার (২১ নভেম্বর) এসপায়ার একাডেমি মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে ব্রাজিলের বড় নায়ক ওয়েন্ডেসন সান্তোস ডেল। তার দুই অসাধারণ গোলই সেলেসাওদের শেষ চারে পৌঁছে দেয়।

ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। ডেল ডান দিক থেকে গতিময় আক্রমণ সাজিয়ে গোল করেন। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার খানিক আগে পেনাল্টি পায় মরক্কো। স্পট কিক থেকে জিয়াদ বাহা গোল করে ম্যাচকে সমতায় ফেরান। ১-১ স্কোরলাইনে বিরতিতে যায় উভয় দল।

দ্বিতীয়ার্ধে দুই দলই পাল্টাপাল্টি আক্রমণে ম্যাচকে আরও উত্তপ্ত করে তোলে। তবে নির্ধারিত সময় শেষ হওয়া পর্যন্ত আর কোনো গোল হয়নি। খেলা গড়ায় ইনজুরি টাইমে। ঠিক তখনই আবারও ব্রাজিলের ত্রাতা ডেল। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে তার জোরালো শট মরক্কোর জালে জড়ায়। ভিএআর যাচাই শেষে রেফারি গোল নিশ্চিত করলে ব্রাজিলের ডাগআউটে উৎসব শুরু হয়ে যায়। ২-১ গোলের জয় নিয়ে সেমিফাইনালে পা রাখে সেলেসাওরা।

এইদিন আরও তিন দল শেষ চারে জায়গা করে নেয় অস্ট্রিয়া ১-০ ব্যবধানে জাপানকে, ইতালি ১-০ গোলে বুরকিনা ফাসোকে এবং পর্তুগাল ২-০ গোলে সুইজারল্যান্ডকে পরাজিত করে সেমিফাইনালে উঠে।

আসছে সোমবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। সন্ধ্যা ৭টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইতালি ও অস্ট্রিয়া। রাত ১০টায় মাঠে নামবে ব্রাজিল ও পর্তুগাল।

একদিকে ইউরোপীয় শক্তিশালী দুই দলের লড়াই-অন্যদিকে ব্রাজিল ও পর্তুগালের তারুণ্যভরা প্রতিদ্বন্দ্বিতা উভয় ম্যাচই হতে যাচ্ছে দারুণ উত্তেজনায় ভরপুর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন