শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রথম ইনিংসে বড় সংগ্রহ বাংলাদেশের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০২:৪৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে দারুণ দিন কাটিয়েছে বাংলাদেশ। বিশেষ করে মুশফিকুর রহিম ও লিটন দাসের শতক দলকে এনে দিয়েছে বড় সংগ্রহ। দীর্ঘ ১৪১.১ ওভার লড়াই করে সব উইকেট হারিয়ে টাইগাররা প্রথম ইনিংসে তুলেছে ৪৭৬ রান।

মুশফিক তার ক্যারিয়ারের স্মরণীয় ১০০তম টেস্টে তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি। ১০৬ রানে হাম্প্রেসের বলে ক্যাচ দেওয়ার আগে তিনি লিটনের সঙ্গে গড়েছিলেন ১০৮ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। পঞ্চম ব্যাটার হিসেবে আউট হওয়ার সময় দলের সংগ্রহ ছিল ৩১০।

মুশফিকের বিদায়ের পর লিটন আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন। সুনিপুণ ব্যাটিংয়ে তিনি ইনিংসটি বড় করেন ১২৮ রানে, যেখানে আসে ৮টি বাউন্ডারি ও ২টি ছয়। তার সঙ্গে মেহেদী হাসান মিরাজের ১৩৩ রানের জুটি দলকে আরও সামনে এগিয়ে নেয়। মিরাজ ৪৭ রানে ফিরে যান।

তবে তাদের পরপর বিদায়ে স্কোরবোর্ডে কিছুটা বিরতি পড়ে। মাত্র চার বলের ব্যবধানে লিটন ও মিরাজ আউট হলে বাংলাদেশের রান থামে ৪৩৩/৭ এ।

শেষ দিকে তাইজুল ইসলাম ও হাসান মুরাদ বড় কোনো যোগফল আনতে পারেননি। তাইজুল ৪ রানে বোল্ড হন, আর বাকিদের সহায়তায় দলীয় সংগ্রহ শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ায় ৪৭৬ রানে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন