রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অশ্বিনের কটাক্ষের জবাবে যা বললেন সাকিব

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮ পিএম আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৮ পিএম
তানজিম সাকিব
expand
তানজিম সাকিব

এশিয়া অঞ্চলের সেরা দলগুলোকে নিয়ে অনুষ্ঠিত হয় এশিয়া কাপ। আর এশিয়া কাপকে ঘিরে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন মনে করেন, এ অঞ্চলের অন্য কোনো দলের শক্তি ভারতের সমকক্ষ নয়।

টুর্নামেন্ট শুরুর আগে তিনি মন্তব্য করেন, পাকিস্তান ও শ্রীলঙ্কা শিরোপা জিতলেও কিংবা বাংলাদেশ একাধিকবার ফাইনালে খেললেও ভারতের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সামর্থ্য তাদের নেই।

বাংলাদেশকে নিয়ে বিশেষভাবে মন্তব্য করতে গিয়ে অশ্বিন বলেন, ‘আমরা তো এমনকি বাংলাদেশকে নিয়েই কথা বলিনি। কারণ তাদের নিয়ে কিছু বলারই নেই। এই দলগুলো ভারতের সঙ্গে লড়বে কিভাবে?’

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন তানজিম সাকিব। অশ্বিনের কথার সূত্র টেনে তাকে প্রশ্ন করা হয়, কাউকে ছোট করে দেখা নিয়ে তার প্রতিক্রিয়া কী?

জবাবে তানজিম বলেন, ‘আপনি কারও মুখ আটকে রাখতে পারবেন না। আমার মুখ আছে, আমি যা ইচ্ছা তা-ই বলতে পারব। বিশেষ করে যারা চুক্তির মধ্যে নেই। কে কী বলল, না বলল- এগুলোয় আসলে কিছু আসে-যায় না। আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি, একটা লক্ষ্য নিয়ে এসেছি। আমরা আমাদের সেরাটা দিব। আমাদের কে বড় দল বলছে, কে ছোট দল বলছে এসব কিছু না।’

এছাড়া আফগানিস্তান নিজেদের এশিয়ার দ্বিতীয় সেরা দল দাবি করে এমন প্রসঙ্গে সাকিব বলেন, ‘এটা তারা বলতে পারে। তবে আমাদের বিপক্ষে খেলাটা তাদের জন্য সহজ হবে না।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X