

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর উঁচু মনোবল নিয়ে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এশিয়া কাপে গ্রুপ-‘বি’র ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। আবুধাবিতে অনুষ্ঠিত এই ম্যাচে জয় দিয়েই টুর্নামেন্টে অগ্রযাত্রা শুরু করতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা।
তবে প্রতিপক্ষকে সহজভাবে নিচ্ছে না টাইগাররা। কারণ, ২০১৪ সালে চট্টগ্রামে হংকংয়ের বিপক্ষে দুই উইকেটে হারের স্মৃতি এখনো তাজা। যদিও এর পর থেকে হংকং বড় দলের বিপক্ষে মাত্র ১১টি ম্যাচ খেলেছে। তাদের দলে এখনো আছেন সেই সময়কার দুই অভিজ্ঞ ক্রিকেটার।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেই হংকং দুর্বলতা প্রকাশ করেছে। স্পিনে কিছুটা লড়াই করলেও মাঝারি মানের পেসারদের কারণে হজম করেছে প্রচুর রান। আফগানরা তুলেছিল ১৮৮ রান, জবাবে হংকং গুটিয়ে যায় মাত্র ৯৪ রানে।
বাংলাদেশ দলের পরিকল্পনা
আজকের ম্যাচে বাংলাদেশ চাইবে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখতে।
পেস আক্রমণ: নতুন বলে নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ, ডেথ ওভারে থাকবেন মোস্তাফিজ।
স্পিন বিভাগ: মাহেদি হাসান ও তানজিম হাসান সাকিবকে ঘিরে থাকবে মূল ভরসা, তরুণ রিশাদ হোসেন হতে পারেন চমক।
ব্যাটিং লাইনআপ: ওপেনিংয়ে থাকবেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন। মাঝের দিকে লিটন দাস ও তাওহীদ হৃদয়। শেষ দিকে শামীম হোসেন ও জাকের আলীর ব্যাটিংয়ে রয়েছে বাড়তি আশার আলো।
নজরে রাখার মতো ক্রিকেটার
তানজিদ হাসান: আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে ম্যাচের শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলতে সক্ষম।
বাবর হায়াত (হংকং): আগের ম্যাচে একাই দলকে টেনে নিয়েছিলেন। দলের ভরসা মূলত তার ব্যাটে।
সম্ভাব্য একাদশ
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মাহেদি হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
হংকং: জিশান আলী (উইকেটকিপার), অঞ্জি রাঠ, বাবর হায়াত, নিজাকাত খান, কলহান চাল্লু, কিঞ্চিৎ শাহ, ইয়াসিম মুর্তাজা (অধিনায়ক), আইজাজ খান, আয়ুষ শুক্লা, আতীক ইকবাল ও এহসান খান।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
