

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


৮ দল, ৩১ ম্যাচের টুর্নামেন্ট—রুদ্ধশ্বাস লড়াই শেষে নারী ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ফাইনাল ম্যাচটি।
ভারত এর আগে দুইবার ফাইনালে খেললেও শিরোপা জিততে পারেনি। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো ফাইনালে উঠেছে। ফলে এবারের আসরে দেখা মিলবে নতুন এক নারী বিশ্বচ্যাম্পিয়নের।
ফাইনাল ঘিরে যতটা উত্তেজনা মাঠে, প্রাইজমানি নিয়েও কম আলোচনা হচ্ছে না। জানা গেছে, এবার আগের সব আসরের চেয়ে বেশি অর্থ পুরস্কার ঘোষণা করেছে আইসিসি।
চ্যাম্পিয়ন দল পাবে ৪৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার—বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪ কোটি টাকারও বেশি। রানার্সআপ দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার, যা প্রায় ২৭ কোটি টাকার সমান।
তুলনামূলকভাবে, ২০২২ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল প্রায় ১৩ লাখ ডলার (১৬ কোটি টাকা) এবং রানার্সআপ ইংল্যান্ড পেয়েছিল ৬ লাখ ডলার (৭ কোটি টাকার বেশি)।
এবারের আসরে মোট পুরস্কার তহবিল নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৬৮ কোটি টাকার বেশি।
বাংলাদেশ নারী দল এবারের টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচ জিতেছে—পাকিস্তানের বিপক্ষে। এতে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে থেকে তারা পেয়েছে প্রায় ৩ কোটি ৫২ লাখ টাকা। গ্রুপ পর্বে অংশ নেওয়ার জন্য নির্ধারিত ছিল প্রায় ২ কোটি ৭২ লাখ টাকা, আর প্রতিটি জয়ের জন্য অতিরিক্ত ৩৫ লাখ টাকার পুরস্কার।
মন্তব্য করুন
