রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাবরের রেকর্ড, সিরিজ জয়ে পাকিস্তানের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১০:০০ এএম আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১১:১৬ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান ক্রিকেট দল।

শনিবার (১ নভেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের শেষ টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের ৪ উইকেটে হারিয়ে স্বাগতিকরা ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে।

প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় মাত্র ১৩৯ রানে। রান তাড়ায় এক ওভার হাতে রেখে পাকিস্তান জয় পায় অধিনায়ক বাবর আজমের ৪৭ বলে ৬৮ রানের ঝলমলে ইনিংসে, যিনি ম্যাচসেরাও নির্বাচিত হন।

প্রোটিয়ারা শুরু থেকেই চাপের মুখে পড়ে। ইনিংসের শুরুতেই শূন্য রানে দুই উইকেট হারানো দলটি ৩৮ রানে ৪টি এবং ৭৬ রানে ৬ উইকেট হারায়। শেষদিকে কর্বিন বশের ২৩ বলে অপরাজিত ৩০ রানের ক্যামিওয়েই কোনোভাবে ১৩৯ রানের পুঁজি গড়তে পারে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের বোলাররা শুরু থেকেই নিয়ন্ত্রণে রাখেন রান প্রবাহ।

টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তানও শুরুতে উইকেট হারায়, তবে বাবর আজম ও সালমান আলি আগার ৭৬ রানের জুটিতে দল জয়পথে এগিয়ে যায়। ৩৯ থেকে ওটনিয়েল বার্টম্যানকে টানা তিনটি চার মেরে নিজের ফিফটি পূর্ণ করেন বাবর।

এই ইনিংসের মধ্য দিয়ে বাবর আজম গড়েন নতুন এক মাইলফলক।

২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার ৪০তম অর্ধশতক, যা তাকে ছাড়িয়ে দিল ভারতীয় তারকা বিরাট কোহলিকে যার অর্ধশতক ছিল ৩৯টি।

এর আগের ম্যাচেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক রানসংগ্রাহকের তালিকায় ভারতের রোহিত শর্মাকে ছাড়িয়েছিলেন বাবর।

তৃতীয় ম্যাচে এসে কোহলিকেও টপকে গেলেন তিনি, যোগ করলেন নতুন রেকর্ড নিজের ঝুলিতে।

শেষ পর্যন্ত তার ব্যাটেই সিরিজের নির্ধারণী ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পেল পাকিস্তান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন