রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

২০২৭ সাল পর্যন্ত অধিনায়ক নাজমুল হাসান শান্ত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৬:২৮ পিএম আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০৬:৩১ পিএম
expand
২০২৭ সাল পর্যন্ত অধিনায়ক নাজমুল হাসান শান্ত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে যে, ২০২৫–২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ পর্যন্ত বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত।

বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৩ সালে টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত ১৪টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

তাঁর নেতৃত্বে বাংলাদেশ দল ধীরে ধীরে উন্নতি করছে এবং ধারাবাহিকভাবে প্রতিযোগিতামূলক পারফরম্যান্স উপহার দিচ্ছে।

এর আগে গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ব্যবধানে হারের পর হঠাৎ করেই টেস্ট অধিনায়কের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন শান্ত। এরপর থেকে বাংলাদেশ আর কোনো টেস্ট না খেলায় নতুন অধিনায়ক নিয়োগের বিষয়টি অনিশ্চিত ছিল। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও লাল বলের নেতৃত্বে ফিরছেন শান্ত।

বোর্ড সূত্র জানায়, প্রথমে দায়িত্ব নিতে অনাগ্রহী ছিলেন শান্ত। তবে বোর্ডের এক সাবেক ক্রিকেটার ও বর্তমান পরিচালক কয়েক দফা আলোচনা করে শেষ পর্যন্ত তাকে রাজি করাতে সক্ষম হন। এর আগে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগও তাকে ফেরানোর চেষ্টা করেছিল, যদিও তখন ব্যর্থ হয়। এবার নতুন পরিচালকের উদ্যোগে সেই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন