শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ১০:০৯ পিএম
expand
হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

শেষ পর্যন্ত পারেনি বাংলাদেশ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে ব্যর্থ হলো টাইগাররা।

সিরিজের শেষ ম্যাচে ৫ উইকেট ও ১৯ বল হাতে রেখে জয় পায় অতিথিরা। ফলে সর্বশেষ চারটি দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে জয় পাওয়া বাংলাদেশের ধারায় এবার বড় ধাক্কা লাগল।

চট্টগ্রামে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৫১ রানে ইনিংস থামে লিটন দাসের দলের। দলের পক্ষে একাই লড়েছেন তানজিদ হাসান তামিম ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৯টি চার ও ৪টি ছক্কা। তাকে সামান্য সহায়তা দেন সাইফ হাসান (২৩), বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

জবাবে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ছিল দোদুল্যমান দলীয় ৫২ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা। তবে এরপর চতুর্থ উইকেটে আকিম অগুস্তে ও রোস্টন চেস গড়ে তোলেন ৯১ রানের গুরুত্বপূর্ণ জুটি, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। দু’জনই অর্ধশতক পূর্ণ করেন এবং দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন। জয়ের জন্য মাত্র ৯ রান বাকি থাকতে রিশাদ হোসেন একই ওভারে এই দুই ব্যাটারকে ফিরিয়ে দেন। যদিও তাতে পরাজয় এড়ানো যায়নি ৫ উইকেট হাতে রেখেই ম্যাচ শেষ করে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন রিশাদ হোসেন; তিনি নিয়েছেন ৩ উইকেট।

ম্যাচে বিশেষ কীর্তি গড়েছেন ক্যারিবীয় পেসার রোমারিও শেফার্ড। নিজের ক্যারিয়ারে প্রথমবারের মতো হ্যাটট্রিকের স্বাদ পান তিনি। ১৭তম ওভারের শেষ বলে নুরুল হাসান সোহানকে আউট করার পর ২০তম ওভারের প্রথম দুই বলে তুলে নেন তানজিদ তামিম ও শরিফুল ইসলামের উইকেট তাতেই সম্পূর্ণ হয় তার হ্যাটট্রিক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন