শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৮:৫৪ পিএম
expand
আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

শারজায় প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নামেছে বাংলাদেশ। শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।

বৃহস্পতিবার (২ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

টি-টোয়েন্টি সিরিজে এশিয়া কাপের পুরো দলকে রেখেছেন বাংলাদেশ নির্বাচকরা। নিয়মিত অধিনায়ক লিটন দাস পাঁজরের চোটের কারণে খেলছেন না। তার পরিবর্তে দলে থাকা উচিত ছিল এনসিএলে ঝলক দেখানো সৌম্য সরকার, তবে ভিসা জটিলতায় তিনি এই ম্যাচে নেই।

সর্বশেষ এশিয়া কাপের একাদশ থেকে বাদ পড়েছেন শেখ মেহেদী হাসান ও তাওহীদ হৃদয়। লিটনের জায়গায় ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন জাকের আলী অনিক।

অন্যদিকে আফগানিস্তান শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে। এশিয়া কাপের ব্যর্থতা পেছনে ফেলে এই সিরিজে ভালো করার লক্ষ্য দুই দলেরই।

বাংলাদেশ একাদশ: জাকের আলী (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), মোহাম্মদ নবি, শরাফউদ্দিন আশরাফ, নুর আহমেদ, মোহাম্মদ ইশাক ও ফরিদ আহমেদ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন