

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আগস্টে বাংলাদেশে ছয় ম্যাচের (ওয়ানডে ও টি–টোয়েন্টি) সিরিজ খেলতে আসার কথা ছিল ভারতের। দীর্ঘ অনিশ্চয়তার পর গত জুলাইয়ে সফর স্থগিত হয়ে যায়। ফলে এশিয়া কাপের আগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের। বিকল্প হিসেবে বিসিবি নেদারল্যান্ডসকে আমন্ত্রণ জানায়।
গতকাল মঙ্গলবার গণমাধ্যমে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, ভারত সফর বাতিল হওয়ায় বোর্ড আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছে। তিনি বলেন, “ভারত দল বাংলাদেশে এলে রাজস্ব আয় অনেক বেশি হতো। তারা না আসায় কিছুটা ক্ষতি হয়েছে।”
শুধু আর্থিক দিক নয়, প্রস্তুতিতেও প্রভাব পড়ার আশঙ্কা ছিল বলে জানান বুলবুল। “কলকাতায় সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে আমরা হেরেছিলাম। তাই শক্তির হিসাবের চেয়ে প্রস্তুতিই আমাদের কাছে বড় বিষয়,” বলেন বিসিবি সভাপতি।
তিনি আরও জানান, এশিয়া কাপ ও ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে এখন থেকেই বাংলাদেশ দলকে প্রস্তুত করা হচ্ছে। “আমরা ভালো খেলছি। তাই গ্যাপ না রেখে শ্রীলঙ্কা ও পাকিস্তানের সিরিজের পরই নেদারল্যান্ডসকে আনা হয়েছে,” যোগ করেন বুলবুল।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
