শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিসি থেকে সুখবর পেলেন মুস্তাফিজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৩:৪৪ পিএম
মোস্তাফিজুর রহমান
expand
মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে ঘিরে গত তিন সপ্তাহ ধরেই দেশের ক্রিকেটাঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

বিষয়টি নিয়ে নানা জল্পনা থাকলেও পুরো সময়জুড়েই মোস্তাফিজ নিজে নীরব ছিলেন।

গণমাধ্যমে এ নিয়ে একটি কথাও বলতে দেখা যায়নি তাকে। এরই মধ্যে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ায় জাতীয় দলের ক্রিকেটাররা লম্বা বিরতিতে রয়েছেন। এমন পরিস্থিতির মাঝেই ব্যক্তিগত সাফল্যের একটি সুখবর পেলেন এই বাঁহাতি পেসার।

আইসিসির সর্বশেষ প্রকাশিত টি–টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন তিনি। এখন সপ্তম স্থানে অবস্থান করছেন দ্য ফিজ। তার রেটিং পয়েন্ট ৬৬৫।

তিনি ছাড়া বাংলাদেশের আর কোনো বোলারই বর্তমানে সেরা দশে নেই।বাংলাদেশি বোলারদের মধ্যে মোস্তাফিজের পরেই আছেন শেখ মেহেদী হাসান। একধাপ পিছিয়ে ১৪ নম্বরে তিনি, তার রেটিং পয়েন্ট ৬৩৪। এ ছাড়া ১৭ নম্বরে অবস্থান করছেন রিশাদ হোসেন, তার পয়েন্ট ৬১৯। সেরা বিশের মধ্যে এই তিনজনই বর্তমানে বাংলাদেশের প্রতিনিধি।

এদিকে বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চারে কোনো পরিবর্তন হয়নি। ৭৮৭ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন ভারতের বরুণ চক্রবর্তী।

দ্বিতীয়স্থানে আফগানিস্তানের রশিদ খান (৭৩৭), তৃতীয়স্থানে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা (৭০২) এবং চতুর্থ স্থানে আছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি (৬৯১)।

তবে তালিকার শীর্ষ পাঁচে একটি পরিবর্তন এসেছে। একধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X