শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

চলছে বাড়ি সংস্কার, দেশে ফিরছেন সাকিব আল হাসান!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৮:৩৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বাংলাদেশের বিশ্বকাপ থেকে বিদায়ের দিনই জাতীয় দলে সাকিব আল হাসানকে ফেরানোর ইঙ্গিত দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বিসিবি জানায়, সাকিব ফিট থাকলে ভবিষ্যতে তাকে জাতীয় দলের জন্য বিবেচনায় নেবে নির্বাচক কমিটি। বোর্ডের এমন বক্তব্যকে ঘিরে ক্রিকেটাঙ্গনে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।

অনেকের ধারণা, টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতা থেকে দৃষ্টি ঘোরাতেই সাকিব প্রসঙ্গ সামনে এনেছে বিসিবি। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মাগুরায় সাকিবের বাড়িকে ঘিরে একটি ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) মাগুরা শহরের সাহা পাড়ায় সাকিব আল হাসানের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির প্রধান গেটের মেরামতকাজ চলছে। পাশাপাশি বাড়ির আশপাশও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। হঠাৎ এই তৎপরতা দেখে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে—তবে কি দেশে ফিরছেন সাকিব আল হাসান?

বাড়িতে কাজ করা ওয়েল্ডিং মিস্ত্রি মাসুদ জানান, তিনি শুনেছেন সাকিব আল হাসান আসতে পারেন, সে কারণেই প্রধান গেটের মেরামত করা হচ্ছে। তার এই বক্তব্যে স্থানীয় সাকিবভক্তদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। অনেকেই মনে করছেন, দীর্ঘদিন পর হয়তো দেশের মাটিতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন টাইগার অলরাউন্ডার।

জাতীয় দলের বাইরে থাকলেও নিয়মিত ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন সাকিব আল হাসান। তবে তার দেশে ফেরা কিংবা মাগুরায় আসার বিষয়ে নিশ্চিত হতে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দেশে ফেরেননি মাগুরা-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। এরপর থেকে তিনি বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন।

বিসিবির সাম্প্রতিক বক্তব্য এবং মাগুরার বাড়িতে চলমান সংস্কারকাজ এই দুই ঘটনা মিলিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। সত্যিই কি দেশে ফিরছেন সাকিব আল হাসান, নাকি এটি শুধুই নিয়মিত বাড়ি সংস্কারের অংশ সে উত্তর সময়ই বলে দিবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X