

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার বিষয়টি নিশ্চিত হওয়ার পর পাকিস্তানও টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে পারে—এমন আলোচনা শুরু হয় ক্রিকেটাঙ্গনে। তবে শেষ পর্যন্ত সেই জল্পনার অবসান ঘটিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বিশ্বকাপ সামনে রেখে রোববার (২৫ জানুয়ারি) ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে পিসিবি, যা কার্যত স্পষ্ট করে দিয়েছে—বিশ্বকাপ বয়কটের কোনো পরিকল্পনা পাকিস্তানের নেই।
এর আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত জানালে তীব্র প্রতিক্রিয়া দেখান পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি এই সিদ্ধান্তের সমালোচনা করে জানান, বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে এবং প্রয়োজনে বয়কটের বিষয়টিও বিবেচনায় আসতে পারে।
মহসিন নাকভির দাবি ছিল, অতীতে ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে যে হাইব্রিড মডেল বা ভেন্যু পরিবর্তনের সুবিধা দেওয়া হয়েছে, একই নীতি বাংলাদেশের ক্ষেত্রেও প্রয়োগ করা উচিত ছিল।
পাকিস্তানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠলে নাকভি বলেছিলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির সরকার। সে সময় প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় তার ফেরার পর পরবর্তী করণীয় নির্ধারণের কথা জানিয়েছিল পিসিবি।
তবে পরদিনই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার মাধ্যমে পাকিস্তান স্পষ্ট বার্তা দিয়েছে—টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের পক্ষে অবস্থান নেওয়া এবং ভারতের বিরুদ্ধে কূটনৈতিক চাপ তৈরির উদ্দেশ্যেই আগের বক্তব্যগুলো দেওয়া হয়েছিল।
মন্তব্য করুন

