

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিতর্কিত বক্তব্যের জেরে সাময়িকভাবে দায়িত্ব হারানো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম আবারও অর্থ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন। মাত্র দশ দিনের ব্যবধানেই তিনি আগের পদে ফিরে এলেন।
গতকাল অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এম নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন। সভা শেষে তাকে পুনরায় অর্থ বিভাগের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিবির একজন পরিচালক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ প্রসঙ্গে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন সাংবাদিকদের জানান, বোর্ড থেকে দেওয়া শোকজ নোটিশের জবাব এম নাজমুল ইসলাম যথাসময়ে শৃঙ্খলা বিভাগে জমা দিয়েছেন। বিভাগটি তার ব্যাখ্যাকে সন্তোষজনক বলে মত দিয়েছে।
এর আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে মন্তব্যসহ একাধিক বক্তব্যের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন নাজমুল ইসলাম। এক পর্যায়ে ক্রিকেটারদের পারিশ্রমিক ফেরত দেওয়ার প্রসঙ্গ তুললে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। এসব ঘটনার পর ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) তার পদত্যাগ দাবি করে।
ঘটনার জেরে মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজসহ বাংলাদেশের সব ক্রিকেটার ১৫ জানুয়ারি বিপিএল বর্জনের সিদ্ধান্ত নেন। এরপরই বিসিবি তাকে শোকজ নোটিশ দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা চায়।
যদিও নির্ধারিত সময়ের পর তিনি নিজের অবস্থান পরিষ্কার করে বিসিবিকে ব্যাখ্যা দেন। তবে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী বোর্ড সরাসরি কোনো নির্বাচিত পরিচালককে অপসারণ করতে পারে না। চার বছরের জন্য নির্বাচিত পরিচালকের পদ শূন্য ঘোষণা করা যায় কেবল কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে—যেমন মৃত্যু, মানসিক অক্ষমতা, শৃঙ্খলাজনিত গুরুতর শাস্তি, দেউলিয়া হওয়া বা টানা তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকা।
মন্তব্য করুন

