শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করল পাকিস্তান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০২:০৬ পিএম
পাকিস্তান দলের কয়েকজন খেলোয়াড়
expand
পাকিস্তান দলের কয়েকজন খেলোয়াড়

আসন্ন টি–টুয়েন্টি বিশ্বকাপ বর্জনের আলোচনার মধ্যেই টুর্নামেন্টটির জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সালমান আগারকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল দল ঘোষণা করা হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) সকালে লাহোরে এক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন পিসিবির নির্বাচক দলের সদস্য আকিব জাভেদ।

পাকিস্তানের বিশ্বকাপ দল: সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফি, মোহাম্মদ নেওয়াজ, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদী, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক।

ঘোষিত দলে থাকা অধিনায়ক সালমান, ফাহিম আশরাফ, খাজা নাফি, সালমান মির্জা, সাহিবজাদা ফারহান ও উসমান তারিক প্রথমবারের মতো বিশ্বকাপের দলে ডাক পেলেন।

উল্লেখ্য, পাকিস্তান বিশ্বকাপে লড়বে গ্রুপ ‘এ’তে। সেখানে সঙ্গী হিসেবে ভারত, নেদারল্যান্ডস, নামিবিয়া এবং যুক্তরাষ্ট্রকে পাচ্ছে তারা।

বিশ্বকাপের উদ্বোধনী দিনে ৭ ফেব্রুয়ারি কলম্বোতে নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান।

১৫ ফেব্রুয়ারি হাইভোল্টেজ ম্যাচে সালমানের দলের প্রতিপক্ষ ভারত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X