শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

‘জাতীয় দলে ফিরছেন সাকিব’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৯:০৭ এএম
সাকিব আল হাসান
expand
সাকিব আল হাসান

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আসন্ন সিরিজগুলোতে জাতীয় দলে খেলার জন্য সাকিব আল হাসানকে আবারও বিবেচনায় নেওয়া হবে।

গতকাল শনিবার (২৪ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত এক জরুরি বোর্ড সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

তিনি বলেন, বোর্ড পর্যায়ে আলোচনার মাধ্যমে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সাকিবের ফিটনেস, খেলার জন্য উপস্থিত থাকার সক্ষমতা এবং প্রাপ্যতা বিবেচনা করে ভবিষ্যৎ সিরিজে তাকে দলে নেওয়ার বিষয়টি সিলেকশন প্যানেল দেখবে। যেখানে খেলা হবে, সেখানে তিনি উপস্থিত থাকতে পারলে জাতীয় দলের জন্য তাকে নির্বাচন করা হতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি বা গ্লোবাল টুর্নামেন্টে অংশগ্রহণের ক্ষেত্রেও প্রয়োজন অনুযায়ী বিসিবি এনওসি দেবে।

এছাড়া সাকিব আল হাসানকে পুনরায় কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও দিয়েছে বোর্ড। তার বিরুদ্ধে চলমান মামলা ও আইনি জটিলতা নিয়ে বিসিবি সরকার সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করবে বলে জানানো হয়।

বিশ্বকাপ প্রসঙ্গের মধ্যেই সাকিবের বিষয়টি কীভাবে আলোচনায় এলো—এ নিয়ে বিসিবির পরিচালক আসিফ আকবর জানান, বোর্ড সভার মূল এজেন্ডার একটি ছিল কেন্দ্রীয় চুক্তিভুক্ত ২৭ জন ক্রিকেটারের তালিকা ও তাদের গ্রেডিং। সেই আলোচনার সময় এক পরিচালক প্রস্তাব দেন যে সাকিব আল হাসান জাতীয় দলে খেলতে আগ্রহী এবং এ বিষয়ে তার সঙ্গে বোর্ডের যোগাযোগও হয়েছে। পরে বিষয়টি বিসিবি সভাপতিকে জানানো হয় এবং সরকারের সঙ্গে আলোচনার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।

আসিফ আকবর আরও বলেন, সাকিবের ব্যক্তিগত আইনি বিষয়গুলো তার নিজস্ব ব্যাপার। সরকার যদি তাকে খেলার অনুমতি দেয় বা বিষয়টি কীভাবে সামলানো হবে, সেটি সরকারের সিদ্ধান্ত। তবে বোর্ডের পক্ষ থেকে জাতীয় দলের জন্য সাকিবকে ফের পাওয়ার আগ্রহ প্রকাশ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X