বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর স্টেডিয়ামে ভাঙচুর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৭:১২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ক্রীড়াঙ্গনে ঘটনাবহুল একটি দিন পার হয়েছে। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে ক্রিকেটাররা সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দেওয়ায় মাঠে গড়ায়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কোনো ম্যাচ।

পরিস্থিতির অবনতির মধ্যে শেষ পর্যন্ত এম নাজমুল ইসলামের পদত্যাগের পর চলমান বিপিএল আসর অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়। একই দিনে স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনাও ঘটে।

সূচি অনুযায়ী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর দেড়টায় চট্টগ্রাম ও নোয়াখালীর মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ক্রিকেটারদের বয়কটের কারণে ম্যাচটি শুরুই হয়নি। টস না হওয়ায় ক্রিকেটাররা মাঠে নামেননি। এর ফলে স্টেডিয়ামের ভেতরে ও বাইরে উপস্থিত দর্শকদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়, যা একপর্যায়ে ভাঙচুরের ঘটনায় রূপ নেয়।

একটা সময় ক্রিকেট স্টেডিয়ামের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে কিছু মানুষ। পরে স্টেডিয়ামের সামনে বিসিবির বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয়। বিপিএলের বিলবোর্ড, ব্যানার ছিড়া এবং স্টেডিয়ামের ভেতরে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। পরে সেনাবানিহীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X