রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে না খেলার অবস্থান এখনও অটল রাখছে বিসিবি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১২:৫১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

আইপিএলে মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের পর ভারতের সঙ্গে বাংলাদেশের ক্রিকেট সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়েছে। এই পরিস্থিতিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলা না নেওয়ার বিসিবির সিদ্ধান্ত এখনো অপরিবর্তিত।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশি দলের অবস্থান অটল। তিনি বলেন, “আমরা আমাদের সিদ্ধান্তে দৃঢ় অবস্থান রাখছি। আশা করছি খুব শিগগির আইসিসি থেকে চূড়ান্ত প্রতিক্রিয়া পাব।”

তিনি আরও যোগ করেছেন, “ভারতে খেলা নিয়ে আমাদের আপত্তি যথেষ্ট শক্ত। যদি ভেন্যু পরিবর্তনের বিষয়ে ইতিবাচক সাড়া না আসে, তবে বিকল্প ব্যবস্থা নেওয়ার পথে আমরা বাধ্য হব।”

বিসিবি ইতোমধ্যে দুই দফায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। সভাপতির ভাষ্য, “আইসিসি সাধারণত দ্রুত প্রতিক্রিয়া দেয় না, তবে আশা করছি সোমবার বা মঙ্গলবারের মধ্যে জবাব পাওয়া যাবে।”

এদিকে, কলকাতার ইডেন গার্ডেনের পরিবর্তে অন্য কোনো ভেন্যুতে ম্যাচ আয়োজনের সম্ভাবনার বিষয়ে তিনি বলেন, “ভারতের অন্য ভেন্যুগুলোও ভারতের অধীনে। তবে এখনও এ ধরনের কোনো প্রস্তাব আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে আসে নি।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X