শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

 ‘বাদ নয়, আমি নিজেই বিপিএল থেকে সরে গিয়েছি’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৫:৩৮ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দেওয়া হয়েছে—এমন খবর সম্প্রতি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে সেই দাবি নাকচ করে দিয়েছেন রিধিমা নিজেই। তার ভাষ্য অনুযায়ী, তাকে বাদ দেওয়া হয়নি; তিনি স্বেচ্ছায় বিপিএল থেকে সরে দাঁড়িয়েছেন।

বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর পর আজ নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে অবস্থান পরিষ্কার করেন ভারতীয় এই উপস্থাপক। পোস্টে তিনি লেখেন, গত কয়েক ঘণ্টায় এমন খবর প্রকাশ হয়েছে যে তাকে বিপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, যা সত্য নয়। তিনি স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন বলেও জানান। পাশাপাশি যারা এই সময়ে তার পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রিধিমা।

রিধিমা আরও বলেন, ক্রিকেটের স্বার্থে সত্যটা জানা জরুরি, তবে এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করতে চান না।

উল্লেখ্য, রিধিমাকে বিপিএল থেকে বাদ দেওয়ার খবর এমন এক সময়ে সামনে আসে, যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মধ্যে টানাপোড়েন চলছে। মুস্তাফিজুর রহমানকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়ার পর কলকাতা নাইট রাইডার্সের তাকে ছেড়ে দেওয়া এবং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলোচনার মধ্যেই বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

রিধিমা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমার কাছে দেশ সবার আগে। নির্দিষ্ট কোনো অ্যাসাইনমেন্টের চেয়েও ক্রিকেটকে সবার ওপরে রাখি। সততা, সম্মান ও প্যাশনের সঙ্গে বছরের পর বছর ক্রিকেটের সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। এটা কখনোই বদলাবে না। আমি ক্রিকেটের স্বার্থে এভাবেই এগিয়ে যেতে চাই।

’ নিরাপত্তাজনিত কারণে ভারতে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের খেলতে অসুবিধা হবে বলে বিকল্প ভেন্যুতে খেলতে আইসিসিকে গত রবিবার চিঠি দিয়েছিল বিসিবি। এই দোলাচলের মধ্যে গত রাতে ভারতীয় সংবাদমাধ্যমে একটি খবর প্রকাশ হয়েছিল যে ভারতে খেলতে না গেলে বাংলাদেশের পয়েন্ট কাটা হবে। তবে বিসিবি আজ সংবাদ বিজ্ঞপ্তিতে পয়েন্ট কাটার বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছে। বিশ্বকাপে বাংলাদেশ যেন নির্বিঘ্নে খেলতে পারে, সেই ব্যবস্থা করে দিতে আইসিসি দৃঢ়প্রতিজ্ঞ। এদিকে ২৬ ডিসেম্বর শুরু হওয়া বিপিএল শেষ হবে ২৩ জানুয়ারি। বিপিএল শেষ হওয়ার পর ১৫ দিনের মধ্যেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের বিশ্বকাপ খেলতে ঝাঁপিয়ে পড়তে হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিন ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনসে হওয়ার কথা বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। একই মাঠে ৯ ও ১৪ ফেব্রুয়ারি লিটনদের প্রতিপক্ষ ইতালি ও ইংল্যান্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বাংলাদেশের খেলার কথা নেপালের বিপক্ষে। এখন যদি বাংলাদেশের চার ম্যাচ শ্রীলঙ্কায় চলে যায়, সে ক্ষেত্রে ‘বি’ গ্রুপের কিছু ম্যাচ ভারতে ভাগ হয়ে যেতে পারে। সর্বশেষ ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X