সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লিটন দাসের নেতৃত্বে বিশ্বকাপ মিশন, দলে নেই শান্ত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০১:১৪ পিএম
বাংলাদেশ কিক্রেট দল-ফাইল ছবি
expand
বাংলাদেশ কিক্রেট দল-ফাইল ছবি

২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার দুপুরে প্রকাশিত এই স্কোয়াডে বড় পরিবর্তন এনে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে লিটন কুমার দাসকে। সহ-অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন সাইফ হাসান।

ঘোষিত দলে বেশ কিছু অপ্রত্যাশিত সিদ্ধান্ত নজরে এসেছে। চলমান বিপিএলে ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্স করা টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জায়গা পাননি বিশ্বকাপ দলে।

একইভাবে গত বছর আফগানিস্তানের বিপক্ষে সিরিজে নেতৃত্ব দিয়ে দলকে সাফল্য এনে দেওয়া উইকেটকিপার-ব্যাটসম্যান জাকের আলী অনিকও বাদ পড়েছেন।

এই দুই ক্রিকেটারের অনুপস্থিতি নিয়ে ইতোমধ্যেই ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে।

দলের ব্যাটিং বিভাগে ওপেনিং ও মিডল অর্ডারে রয়েছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন এবং তাওহীদ হৃদয়।

অলরাউন্ড শক্তি বাড়াতে অন্তর্ভুক্ত করা হয়েছে শামীম হোসেন পাটোয়ারি ও শেখ মেহেদী হাসানকে। উইকেটের পেছনে দায়িত্ব সামলাবেন নুরুল হাসান সোহান।

স্পিন আক্রমণে রাখা হয়েছে রিশাদ হোসেন ও নাসুম আহমেদকে। আর পেস বিভাগে ভরসা রাখা হয়েছে মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলামের ওপর।

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘সি’-তে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।

গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে, আর শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

বিশ্বকাপে বাংলাদেশের অভিযান শুরু হবে ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে। ইডেন গার্ডেন্সে বিকেল সাড়ে ৩টায় শুরু হবে এই লড়াই।

৯ ফেব্রুয়ারি একই ভেন্যুতে সকাল সাড়ে ১১টায় ইতালির মুখোমুখি হবে লিটন দাসের দল। এরপর ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষেও ম্যাচটি হবে ইডেন গার্ডেন্সে বিকেল সাড়ে ৩টায়।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

বিশ্বকাপের জন্য ঘোষিত এই স্কোয়াডে যেমন নতুন প্রত্যাশা তৈরি হয়েছে, তেমনি কিছু গুরুত্বপূর্ণ নাম বাদ পড়ায় প্রশ্নও উঠছে। মাঠের পারফরম্যান্স দিয়েই শেষ পর্যন্ত নির্বাচকদের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে হবে লিটন দাসের দলকে।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।

বাংলাদেশের ম্যাচ সূচি (গ্রুপ পর্ব)

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৭ ফেব্রুয়ারি | ইডেন গার্ডেন্স, কলকাতা | বিকেল ৩:৩০

বাংলাদেশ বনাম ইতালি ৯ ফেব্রুয়ারি | ইডেন গার্ডেন্স, কলকাতা | সকাল ১১:৩০

বাংলাদেশ বনাম ইংল্যান্ড ১৪ ফেব্রুয়ারি | ইডেন গার্ডেন্স, কলকাতা | বিকেল ৩:৩০

বাংলাদেশ বনাম নেপাল ১৭ ফেব্রুয়ারি | ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই | সন্ধ্যা ৭:৩০

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X