মঙ্গলবার
০৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শরীয়তপুরে ফুল সজ্জিত গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১০:৫৮ পিএম
প্রধান শিক্ষক জনাব মোঃ বাহাউদ্দীন আহমেদ
expand
প্রধান শিক্ষক জনাব মোঃ বাহাউদ্দীন আহমেদ

শরীয়তপুরে চাকরি জীবনের শেষদিনে এক প্রধান শিক্ষককে রাজকীয় বিদায় দিয়েছেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী। সুসজ্জিত টমটম গাড়িতে তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

রবিবার (৪ জানুয়ারী) বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলাধীন ৪৫ নং কাঁচিকাটা/চরভাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ বাহাউদ্দীন আহমেদকে এভাবে বিদায় জানাতে দেখা যায়।

অবসরে যাওয়া প্রধান শিক্ষক মোঃ বাহাউদ্দীন আহমেদ সখিপুর মল্লিক কান্দি গ্রামের বাসিন্দা। তিনি ৪৫নং কাঁচিকাটা/চরভাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

রবিবার ছিল জনাব মোঃ বাহাউদ্দীন আহমেদের চাকরি জীবনের শেষ কর্মদিবস। তাকে বিদায় জানাতে সাজানো হয় বিদ্যালয় প্রাঙ্গণ। আলোচনা সভা ও সম্মাননা দেওয়া শেষে প্রিয় শিক্ষককে কর্মস্থল থেকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয় সুসজ্জিত ঘোড়ার টমটম গাড়িতে। টমটম গাড়ির আগে পিছে ছিলেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী।

গাড়িতে ওঠার সময় বিদায়ী প্রধান শিক্ষককে ফুল ছিটিয়ে বিদায় জানানো হয়। প্রিয় শিক্ষার্থী ও সহকর্মীদের এমন আয়োজনে আবেগাপ্লুত হয়ে পড়েন মোঃ বাহাউদ্দীন আহমেদ।

বিদায়কালে প্রধান শিক্ষক বাহাউদ্দীন আহমেদ অশ্রুসিক্ত নয়নে বলেন, দীর্ঘ ৩২ বছরের কর্মজীবনে কত স্মৃতি কত কথা হৃদয়ে জমা আছে। বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের জন্য ম্যানেজমেন্ট,অভিভাবক এবং শিক্ষক এই তিনটির সমন্বয় করা দরকার। যখন সারাদেশে প্রচুর ফেলের ছড়াছড়ি তখন আমার স্কুলে শতভাগ করেছে। আজকের এই আয়োজনের জন্য আমি আমার শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞ।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাকির হোসাইন বলেন, বিদায় সর্বদাই কষ্টদায়ক, স্যারের বিদায়ে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র এবং বর্তমানে এই স্কুলেই শিক্ষকতা করছি। আমার ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত স্যারকে মনে হয়েছে তিনি অসাধারণ একজন মানুষ। স্যারের কর্মদক্ষতার বদৌলতে আমাদের স্কুলের ফলাফল সর্বদাই প্রশংসনীয় এবং কিছুদিনের মধ্যে আমাদের স্কুলটি মডেল স্কুলের আওতাভুক্ত হবে।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মাহমুদ হোসেন বকাউল বলেন, আদর্শ জাতী গঠনের কারিগর হচ্ছেন শিক্ষক সমাজ আজকের এই চমৎকার আয়োজনের মধ্য দিয়ে শিক্ষকদের প্রতি সম্মান ও মর্যাদা ফুটে উঠেছে। একজনক শিক্ষকের বিদায় উপলক্ষে ছাত্র ও অবিভাবকদের এই সমবেত সম্মান বর্তমান সমাজে বিরল। আজকের এই আয়োজন আমাদের সমাজে শিক্ষকদের সম্মান ও মর্যাদায় গুরুত্বপূর্ণ সংকেত বহন করবে।

শহীদ বুদ্ধিজীবি ডাঃ হুমায়ুন কবির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব দাদন মিয়া বকাউলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আল মুজাহিদ দিপু, মোঃ মনোয়ার হোসেন বাবু বকাউল সাবেক চেয়ারম্যান চরভাগা ইউনিয়ন পরিষদ, নিলুফা বেগম সাবেক সভাপতি অত্র বিদ্যালয়, ইউপি সদস্য জনাব বোরহান বেপারী প্রমূখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X