শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাটলারকে ছুঁয়ে রেকর্ডের পাতায় বাবর আজম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১০:২২ এএম
বাবর আজম
expand
বাবর আজম

পাকিস্তানের ব্যাটিং তারকা বাবর আজম গত বৃহস্পতিবার বিগ ব্যাশ লিগ (BBL)-এ আবারো এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছেন। সিডনি সিক্সার্সের হয়ে মেলবোর্ন রেনেগেডসের বিরুদ্ধে খেলার সময় মাত্র ৪৬ বলে অপরাজিত ৫৮ রান করে তিনি তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৯৭টি অর্ধশতরান পূরণ করেছেন, যা ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জস বাটলারের রেকর্ডের সমান।

এই ইনিংসে বাবর চারটি চার ও একটি ছয় হাঁকান এবং সিক্সার্সকে ছয় উইকেটে জয় নিশ্চিত করতে সাহায্য করেন। তাঁর এই কীর্তির ফলে তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ফিফটির দিক থেকে যুগ্মভাবে তৃতীয় অবস্থানে চলে এসেছেন। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এই তালিকায় শীর্ষে আছেন ১১৩টি হাফ-সেঞ্চুরির সঙ্গে, দ্বিতীয় স্থানে ভিরাট কোহলি রয়েছেন ১০৫টি ফিফটি নিয়ে।

এবারের ইনিংসটি বাবরের মোট ১০৮তম ৫০+ রান করা ইনিংস, যেখানে রয়েছে ৯৭টি অর্ধশতরান এবং ১১টি সেঞ্চুরি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X