

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের পর্দা উঠেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
আসরের উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী ওয়ারিয়র্স অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফলে আগে ব্যাট করার সুযোগ পেয়েছে সিলেট টাইটান্স।
টসের পর সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানান, সিলেটের উইকেট সাধারণত ব্যাটিংবান্ধব হয়ে থাকে। সেই বিবেচনায় ভালো শুরু পেলে দল ১৮০ বা তার বেশি রান তোলার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে। অন্যদিকে রাজশাহী অধিনায়ক শান্ত বলেন, কন্ডিশন দ্রুত বুঝে সিলেটকে চাপে রাখাই তাদের মূল লক্ষ্য।
ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে আয়োজন করা হয় সংক্ষিপ্ত কিন্তু বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। আতশবাজি ফোটানো ও রঙিন বেলুন উড়িয়ে বিপিএলের দ্বাদশ আসরের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
নতুন মৌসুমে বিপিএল নিয়ে দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। উদ্বোধনী ম্যাচ দিয়েই শুরু হলো দেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি লিগের আরেকটি প্রতীক্ষিত আসর।
সিলেট টাইটান্স একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, সাইম আইয়ুব, ইথান ব্রুকস, পারভেজ হোসেন ইমন, হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ আমির, নাসুম আহমেদ, রনি তালুকদার, সৈয়দ খালেদ আহমেদ ও রুয়েল মিয়া।
রাজশাহী ওয়ারিয়র্স একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইয়াসির আলি চৌধুরি, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব হাসান, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ নাওয়াজ, বিনুরা ফার্নান্দো, সাহিবজাদা ফারহান, সন্দীপ লামিচানে।
মন্তব্য করুন

