

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইংল্যান্ডের বিপক্ষে টানা তিনটি টেস্ট জিতে অ্যাশেজ সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। এই সাফল্যের মাধ্যমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট টেবিলেও শীর্ষস্থান আরও সুদৃঢ় করল প্যাট কামিন্সের দল।
রোববার (২১ ডিসেম্বর) অ্যাডিলেডে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে ৮২ রানে পরাজিত করে সিরিজে অপ্রতিরোধ্য লিড নেয় স্বাগতিকরা।
এখনও সিরিজের দুটি টেস্ট বাকি থাকলেও ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে অ্যাশেজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
এই জয়ের ফলে ডব্লিউটিসির চলমান চক্রে অস্ট্রেলিয়া এখন পর্যন্ত খেলা ছয়টি টেস্টের সবকটিতেই জয় পেয়েছে। তাদের মোট পয়েন্ট দাঁড়িয়েছে ৭২।
পয়েন্টের শতকরা হারের ভিত্তিতে শীর্ষ দুই দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ পায়। বর্তমান পারফরম্যান্স বিবেচনায় অস্ট্রেলিয়ার ফাইনালে পৌঁছানো অনেকটাই নিশ্চিত বলেই মনে করছেন বিশ্লেষকরা।
পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গত আসরের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে একটি জয় ও একটি হারের পর, ভারত সফরে এসে দুই টেস্টেই স্বাগতিকদের পরাজিত করেছে টেম্বা বাভুমার দল। ফলে তাদের সংগ্রহ এখন ৩৬ পয়েন্ট।
তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। দুই দলই দুটি করে টেস্ট খেলেছে, যেখানে প্রত্যেকেই একটি জয় ও একটি ড্র করেছে। তাদের উভয়ের পয়েন্ট ১৬।
পাঁচ নম্বরে অবস্থান করছে পাকিস্তান। তারা একটি টেস্ট জিতেছে ও একটি হেরেছে, মোট পয়েন্ট ১২। ছয় নম্বরে রয়েছে ভারত। সবচেয়ে বেশি—নয়টি—টেস্ট খেললেও তাদের পয়েন্ট ৫২।
ইংল্যান্ড রয়েছে তালিকার সাত নম্বরে। আটটি টেস্টে মাত্র দুটি জয় ও একটি ড্রয়ের বিপরীতে পাঁচ ম্যাচে পরাজয়ের কারণে তাদের সংগ্রহ ২৬ পয়েন্ট।
আট নম্বরে থাকা বাংলাদেশ দুটি টেস্ট খেলেছে একটিতে হার এবং অন্যটি ড্র হওয়ায় টাইগারদের পয়েন্ট ৪। একই পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়রা সাত টেস্টের মধ্যে ছয়টিতেই হেরেছে।
অস্ট্রেলিয়ার ধারাবাহিক সাফল্য ডব্লিউটিসির ফাইনালের লড়াইয়ে অন্য দলগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
মন্তব্য করুন

