শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীলঙ্কা পরিক্ষায় বাংলাদেশের অংক মিলছে না

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫১ পিএম
শ্রীলঙ্কার সঙ্গে টাইগারদের হারই যেন শেষ ফলাফল
expand
শ্রীলঙ্কার সঙ্গে টাইগারদের হারই যেন শেষ ফলাফল

সাম্প্রতিককালে বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার অংক যেন মিলছেই না। যতই হিসেব করুক টাইগারদের হারই যেন শেষ ফলাফল। এরই ধারাবাহিকতায় এশিয়া কাপের প্রথম পর্বেও একই ফল পেয়েছে বাংলাদেশ।

আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের সুপার ফোরে ওঠা নিশ্চিত হয়। আবার সুপার ফোরের প্রথম ম্যাচেই দেখা হচ্ছে শ্রীলঙ্কা-বাংলাদেশের। তবে এবার কি অংক মিলবে টাইগারদের?

এশিয়া কাপের গ্রুপ পর্বে তিন ম্যাচের সব কটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ সেরা হয়েছে শ্রীলঙ্কা। আর দুই ম্যাচে জয় পাওয়া বাংলাদেশ ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্সআপ হিসেবে জায়গা করে নিয়েছে পরের পর্বে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গ্রুপ ‘বি’র শেষ ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারায় শ্রীলঙ্কা। টস জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান তোলে রশিদ খানের দল। জবাবে চারিথ আসালাঙ্কার নেতৃত্বাধীন লঙ্কানরা ৪ উইকেট হারিয়ে ৮ বল হাতে রেখেই ১৭১ রানের লক্ষ্যে পৌঁছে যায়।

গ্রুপ পর্ব শেষে তিন ম্যাচের সবগুলো জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে শ্রীলঙ্কা। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। আফগানিস্তান ২ এবং হংকং শূন্য পয়েন্টে বিদায় নিয়েছে।

‘এ’ গ্রুপ থেকে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে ভারত ও পাকিস্তান। স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও নবাগত ওমান বিদায় নিয়েছে আসর থেকে।

শনিবার (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হবে সুপার ফোরের খেলা। সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা। ২৪ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। ২৫ সেপ্টেম্বর সুপার ফোরে বাংলাদেশ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে।

সুপার ফোরের সূচি

২০ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (রাত ৮:৩০, দুবাই)

২১ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান (রাত ৮:৩০, দুবাই)

২৩ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা (রাত ৮:৩০, আবুধাবি)

২৪ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম ভারত (রাত ৮:৩০, দুবাই)

২৫ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম পাকিস্তান (রাত ৮:৩০, দুবাই)

২৬ সেপ্টেম্বর: ভারত বনাম শ্রীলঙ্কা (রাত ৮:৩০, দুবাই)

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন