শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএলে ১২ কোটির বেশি দামে দল পেয়ে যা বললেন মুস্তাফিজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ এএম
expand
আইপিএলে ১২ কোটির বেশি দামে দল পেয়ে যা বললেন মুস্তাফিজ

আইপিএল নিলামে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে এবার ছিল তীব্র প্রতিযোগিতা।

একপর্যায়ে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের মধ্যে দরকষাকষি চললেও শেষ পর্যন্ত সেই লড়াইয়ে জয়ী হয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

তিনবারের চ্যাম্পিয়ন দলটি মুস্তাফিজকে দলে ভেড়াতে খরচ করেছে ৯ কোটি ২০ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা।

উচ্চ পারিশ্রমিকে নতুন দলে সুযোগ পেয়ে উচ্ছ্বাস লুকাননি মুস্তাফিজ। তবে বরাবরের মতোই কম কথায় নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।

একটি ভিডিও বার্তায় কেকেআর সমর্থকদের উদ্দেশে মুস্তাফিজ বলেন, ‘হ্যালো কেকেআরের সমর্থকরা, আমি মুস্তাফিজুর রহমান।

কেকেআর পরিবারের অংশ হতে পেরে খুবই আনন্দিত। শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে।’

২ কোটি রুপি ভিত্তিমূল্য নিয়ে নিলামে ওঠা মুস্তাফিজুরের প্রতি শুরু থেকেই আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস।

গত মৌসুমে বদলি খেলোয়াড় হিসেবে দিল্লির হয়ে খেলা এই বাঁহাতি পেসারের জন্য দ্রুত বিডে যোগ দেয় চেন্নাই সুপার কিংসও, যে দলে আগে সফল সময় কাটিয়েছেন তিনি।

দিল্লি ও চেন্নাইয়ের টানাপোড়েনে দর বাড়তে বাড়তে পৌঁছে যায় ৫ কোটির বেশি।

৫ কোটি ৪০ লাখ রুপিতে গিয়ে দিল্লি সরে দাঁড়ালে ধারণা করা হচ্ছিল, আবারও চেন্নাইয়ের জার্সিতে দেখা যেতে পারে মুস্তাফিজকে।

তবে ঠিক তখনই নিলামে নাটকীয়ভাবে প্রবেশ করে কলকাতা নাইট রাইডার্স।

চেন্নাই দর বাড়িয়ে ৭ কোটি রুপি পর্যন্ত গেলেও কেকেআর শক্ত অবস্থান নেয়। দুই ফ্র্যাঞ্চাইজির পাল্টাপাল্টি বিডে দর আরও বাড়তে থাকে।

শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে নিজেদের দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স, আর তাতেই নিলামের সব উত্তেজনার অবসান ঘটে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X