শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণার ৩ ঘণ্টার মধ্যে আ. লীগ নেতা গ্রেপ্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ পিএম
expand
স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণার ৩ ঘণ্টার মধ্যে আ. লীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে মামলা না থাকলেও তাদের আইনের আওতায় নিয়ে আসতে পুলিশকে নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনার তিন ঘণ্টার মধ্যেই মহানগর আওয়ামী লীগের সহসভাপতি রবিউল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর গলাচিপা এলাকার নিজ বাসা থেকে সদর মডেল থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

রবিউল হোসেন ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগেরও সভাপতি। তিনি নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী বলে পরিচিত ছিলেন।

নাম না প্রকাশের শর্তে তার অন্তত দুজন প্রতিবেশী বলেন, জুলাই অভ্যুত্থানের পর অন্য আওয়ামী লীগ নেতাদের মতো রবিউলও এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। কিন্তু সম্প্রতি তিনি বাড়িতে যাতায়াত শুরু করেন।

এর আগে বুধবার বিকালে বিকেএমইএ ভবনে এক অনুষ্ঠান শেষে ফেরার পথে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পথ আটকায় ছাত্র-জনতা। তারা উপদেষ্টার কাছে ওসমান পরিবারের সহযোগী ও আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারসহ সাত দফা দাবি জানান।

ওই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের যারা সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে মামলা না থাকলেও আইনের আওতায় নিয়ে আসতে পুলিশকে নির্দেশনা দেন।

এই নির্দেশনার মাত্র তিন ঘণ্টা পরই আওয়ামী লীগ নেতার গ্রেপ্তারের খবর আসে।

তবে সদর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, “তার বিরুদ্ধে সদর মডেল থানায় নিয়মিত মামলা রয়েছে। ওই মামলাতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X