শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাতে হাদিকে নিয়ে পোস্ট, সকালে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ পিএম
জান্নাতারা রুমি (ছবি ফেসবুক প্রফাইল থেকে নেওয়া)
expand
জান্নাতারা রুমি (ছবি ফেসবুক প্রফাইল থেকে নেওয়া)

রাতে সামাজিক মাধ্যমে পোস্ট দিলেন ইয়া আল আল্লাহ, হাদিকে ভাইকে আমাদের খুব দরকার। সকালে রাজধানীর একটি হোস্টেল থেকে সেই এনসিপির নেত্রীর মরদেহ উদ্ধার।

জানা যায়, রাজধানীতে এনসিপির নেত্রী জান্নাতারা রুমি (৩০)’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে হাজারীবাগ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোরে ঝিগাতলা কাঁচাবাজার সংলগ্ন ২৫/৭/১ নাম্বার হোল্ডিংয়ের জান্নাতি ছাত্রী হোস্টেলের ৫ম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, জান্নাতারা রুমির (৩০) পিতার নাম মো. জাকির হোসেন। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার নাজিরপুর থানার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার এসআই মতিউর রহমান জানান, জান্নাতারার দুটি বিয়ে হয়েছিল।

দুটিতেই ডিভোর্স হয়েছে। সে পড়াশোনা করতো না। এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিল বলে শোনা যাচ্ছে, তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হাজারীবাগ থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X