বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএলে রেকর্ড দামে কলকাতায় মুস্তাফিজ

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৬ পিএম
মুস্তাফিজুর রহমান
expand
মুস্তাফিজুর রহমান

সর্বশেষ আইপিএলে অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার–ম্যাগার্কের পরিবর্তে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নেমেছিলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। এবার আইপিএলের নিলামে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের মালিকানাধীন দলটি ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছে।

এই দলবদলের মাধ্যমে আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছেন মুস্তাফিজুর রহমান। উল্লেখযোগ্যভাবে, আগের রেকর্ডটিও ছিল তারই। এর আগে তিনি ৬ কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন, যদিও সেই সময় নিলামের মাধ্যমে তাকে কেনা হয়নি।

অস্ট্রেলিয়ান ক্রিকেটার জ্যাক ফ্রেজার–ম্যাগার্ক ব্যক্তিগত কারণে টুর্নামেন্টে অংশ নিতে না পারায়, তার পরিবর্তে দিল্লি মুস্তাফিজকে দলে অন্তর্ভুক্ত করেছিল।

কলকাতা নাইট রাইডার্স আইপিএলে মুস্তাফিজের ষষ্ঠ দল। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে আইপিএলে অভিষেক হওয়া এই বাঁহাতি পেসার এখন পর্যন্ত ৬০ ম্যাচে ৬৫টি উইকেট শিকার করেছেন।

প্রথম আসরেই ১৭ উইকেট নিয়ে টুর্নামেন্টের উদীয়মান সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছিলেন বর্তমানে ৩০ বছর বয়সী এই পেসার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X