

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য পুরুষ জুনিয়র হকি বিশ্বকাপ ২০২৫ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে পাকিস্তান।
আসন্ন নভেম্বরে শুরু হতে যাওয়া এই আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর বিষয়টি শুক্রবার সংবাদ সংস্থা পিটিআইকে নিশ্চিত করেছে আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ)।
এফআইএইচের ঘোষণায় জানানো হয়েছে, আগামী ২৮ নভেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
পাকিস্তানের পরিবর্তে কোন দেশ সুযোগ পাবে, তা শিগগিরই জানানো হবে বলে সংস্থাটি জানিয়েছে।
এক বিবৃতিতে এফআইএইচ বলেছে- আমরা নিশ্চিত করছি যে পাকিস্তান হকি ফেডারেশন আমাদের আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তাদের দল তামিলনাড়ুতে আয়োজিত এবারের এফআইএইচ পুরুষ জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নেবে না। শূন্যস্থান পূরণের জন্য বিকল্প দল শিগগিরই ঘোষণা করা হবে।
বিশ্বকাপ থেকে পাকিস্তানের সরে দাঁড়ানোয় টুর্নামেন্টের সূচিতে কিছুটা পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক না কি সাংগঠনিক কোনো কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি।
মন্তব্য করুন
