

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশি বোলারদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড এখন মোস্তাফিজুর রহমানের দখলে। এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে তিনি তুলে নেন নিজের ১৫০তম উইকেট।
এখন পর্যন্ত ১১৮ টি-টোয়েন্টি খেলেছেন বাঁহাতি এই পেসার। শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত বোলিং করে তিনি সাকিব আল হাসানকে ছুঁয়ে ফেলেছিলেন। এরপর ভারতের বিপক্ষে এক উইকেট নিয়েই সাকিবকে ছাড়িয়ে এককভাবে এগিয়ে যান মোস্তাফিজ।
এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারানোর ম্যাচে মোস্তাফিজ ৪ ওভারে মাত্র ২০ রান খরচ করে নিয়েছিলেন ৩ উইকেট। তাতেই সাকিবের সমান ১৪৯ উইকেট স্পর্শ করেছিলেন তিনি। ভারতের বিপক্ষে আরেকটি উইকেট তার নামের পাশে এনে দেয় প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ১৫০ উইকেটের রেকর্ড।
এরই মধ্যে আইসিসির সর্বশেষ র্যাংকিংয়েও অগ্রগতি হয়েছে তার। বুধবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত হালনাগাদ তালিকায় ৬ ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছেন তিনি। ২০১৭ সালের এপ্রিলে একবার তিনি পঞ্চম স্থানে উঠেছিলেন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    