শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এলাকায় এলে ঠ্যাংয়ের নালা ভেঙে দেব: সাংবাদিককে মেম্বার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৩:৫৯ পিএম
অভিযুক্ত মো. নূরে আলম
expand
অভিযুক্ত মো. নূরে আলম

গাজীপুরের শ্রীপুরে নিম্নমানের ইট ব্যবহার করে রাস্তা নির্মাণের অভিযোগ যাচাই করতে গিয়ে এক সাংবাদিক হুমকির মুখে পড়েছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্য মোবাইল ফোনে ওই সাংবাদিককে মারধরের হুমকি দেন। এ ঘটনার অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অভিযোগের সূত্রে জানা যায়, সোমবার (২০ অক্টোবর) দুপুরে গাজীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নূরে আলম (৫০) এক সাংবাদিককে ফোনে বলেন,

“আপনি কে জানি! আমার এলাকায় আসলে ঠ্যাংয়ের নালা ভেঙে ফেলব। তোমরা বাটপার ছাড়া কিছুই না।”

ভুক্তভোগী সাংবাদিক শিহাব খান (৩৬) এটিএন নিউজের শ্রীপুর প্রতিনিধি। তিনি জানান, গাজীপুর গ্রামের বাবুলের বাড়ির সামনে সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ভিডিও ধারণ করেন এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) পাঠিয়ে ব্যাখ্যা চান।

এর কিছু সময় পর ইউপি সদস্যের ছেলে কাজল সাংবাদিককে ফোন করে ক্ষুব্ধভাবে কথা বলেন এবং পরে ফোনটি তার বাবার হাতে দেন। তখনই নূরে আলম ওই হুমকি দেন বলে অভিযোগ।

সাংবাদিক শিহাব খান বলেন, “আমি শুধু কাজের মান যাচাই করে ইউএনওকে জানিয়েছিলাম। এরপর থেকেই ধারাবাহিকভাবে হুমকি আসছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”

ঘটনার বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক বলেন, “সংবাদিককে হুমকির বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য নূরে আলম স্বীকার করে বলেন, “আমি রাগের মাথায় কথা বলেছি।

আসলে কাজের মান ঠিক আছে। সাংবাদিক আমাকে না জানিয়ে ইউএনওকে জানিয়েছিলেন, তাই রাগ হয়েছিল।”

এদিকে গাজীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মাহবুব আলম জানান, “ঘটনাটি জানার পর তদন্ত শুরু হয়েছে। অভিযোগের সত্যতা মিললে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহল বলছেন, জনপ্রতিনিধিদের কাছ থেকে এমন আচরণ অনভিপ্রেত এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন