বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত-শিবিরের কর্মসূচিকে আ.লীগের মিছিল বলে প্রচার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৮:২০ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। কিন্তু অনলাইনে দলটির পক্ষে প্রচার থেমে নেই। তার মধ্যে পুরোনো কর্মসূচির ভিডিও নতুন দাবি করে ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিন্ন ধরনের কর্মসূচিকেও আওয়ামী লীগের বলে প্রচার চালিয়ে বিভ্রান্তি ছড়ানোর নজিরও দেখা যাচ্ছে।

গত ৩১ অক্টোবর একটি মোটরসাইকেল শোভাযাত্রার ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটির বর্ণনায় দাবি করা হয়, এটি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল।

ভিডিওটির সত্যতা যাচাই করতে ইনভিড টুলস ব্যবহার করে ফ্রেম বাই ফ্রেম করে গুগল লেন্সে সার্চ করা হলে স্পষ্ট হয়, এটি উল্লিখিত দাবির সঙ্গে সম্পর্কিত নয়।

ভাইরাল ভিডিওটির সঙ্গে ঢাকা-১১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আতিকুর রহমানের সমর্থনে অনুষ্ঠিত একটি নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রার দৃশ্যের মিল পাওয়া যায়।

এ তথ্যের সত্যতা যাচাইয়ে ‘মোটরসাইকেল শোভাযাত্রা’ কিওয়ার্ডে অনুসন্ধান করে একুশে টেলিভিশনের ফেসবুক পেজে গত ৩১ অক্টোবর সরাসরি সম্প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির শিরোনাম ছিল ‘ঢাকা-১১ আসনে জামায়াতের মোটরযাত্রা, সরাসরি…’। ওই ভিডিওর ভিজ্যুয়াল ফ্রেম ও ভাইরাল ভিডিওর দৃশ্যের মধ্যে স্পষ্ট মিল পাওয়া যায় রাস্তাঘাট, পরিবহন, মোটরসাইকেলের অবস্থান ও অংশগ্রহণকারীদের পোশাকে।

এ ছাড়া আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল দাবি করে জামায়াতে ইসলামীর কর্মসূচির ভিডিও ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত করেছে রিউমার স্ক্যানার।

রিউমার স্ক্যানার জানায়, আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল দাবি করে ছড়াচ্ছে জামায়াতের কর্মসূচির ভিডিও। ফ্যাক্টচেক করে রিউমার স্ক্যানার জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো মিছিলটি জামায়াতে ইসলামীর কর্মসূচির।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন