

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, জামায়াত ইসলামের কথা ও কাজের মধ্যে কোনো সঙ্গতি নেই।
তিনি মন্তব্য করেছেন, জামায়াত বলে এক, করে অন্য; মনে এক, দৃশ্যমান আরেক।
তিনি বলেন, অন্য রাজনৈতিক দল যেমন এনসিপি, বিএনপি বা আওয়ামী লীগ -এদের কথা ও কাজের মধ্যে সাধারণত কিছু মিল থাকে এবং একটি ব্যালেন্স খুঁজে পাওয়া যায়। কিন্তু জামায়াতের ক্ষেত্রে কথার সঙ্গে কাজের কোনো মিল নেই।
রুমিন ফারহানা সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এই মন্তব্য করেন।
এনসিপি প্রসঙ্গে তিনি বলেন, এনসিপি গণঅভ্যুত্থানের পর উদ্ভূত একটি নতুন দল। দেশের মানুষের দোয়া ও ভালোবাসা এই দলের সঙ্গে আছে। কিন্তু আমরা অবাক হই, যখন শাপলা প্রতীক নিয়ে দলটি একেবারে অনড় অবস্থান নেয়। শাপলা প্রতীক পাওয়া মানেই কি ভোট বেশি আসবে বা আসন সংখ্যা বৃদ্ধি পাবে? বিষয়টি তো এরকম নয়।
তিনি আরও বলেন, একটি দল দীর্ঘ সময় ধরে কাজের মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করলে সেটিই আসল ‘মার্কা’ হিসেবে প্রতিষ্ঠিত হয়। একটি বড় জনগোষ্ঠীর মনে আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে ওঠে দলটি। তখনই সেই প্রতীক শক্তিশালী ব্র্যান্ডে পরিণত হয়।
রুমিন ফারহানা উল্লেখ করেন, “বাংলাদেশে আমরা দেখেছি, নৌকা বা ধানের শীষ -এই দুটি মার্কা ইতিমধ্যেই মানুষের মন ও ভেতরে জড়িয়ে গেছে। কিন্তু শাপলা, পদ্ম বা গোলাপ—যে কোনো প্রতীকই হোক, সেটি দীর্ঘ সময় ও কার্যক্রমের মাধ্যমে ব্র্যান্ডে পরিণত হতে হবে।”
তিনি সতর্ক করেন, বর্তমান পরিস্থিতিতে যদি শাপলা প্রতীক না দেওয়া হয়, তাহলে মনে হতে পারে নির্বাচন শুরু হওয়ার আগেই এনসিপি হেরে গেছে এবং সেই পরাজয় দলটি নিজেই মেনে নিচ্ছে।
মন্তব্য করুন
