শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইসি আমাদের খাট, পালঙ্ক, চেয়ার, টেবিল এই  ধরনের প্রতীক দিতে চায়: সারোয়ার তুষার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১১:১০ এএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার
expand
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, ইলেকশন কমিশন প্রতিনিয়ত তাদেরকে বলছে যে শাপলা প্রতীক দেওয়া যাবে না। তবে কেন এই প্রতীক দেওয়া যাবে না, সে বিষয়টি নিয়ে কমিশন কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারছে না।

তুষার বলেন, আমাদের বলা হয়েছে শাপলা প্রতীক দেয়া যাবে না, কারণ এটি সংবিধানে জাতীয় প্রতীক হিসেবে স্বীকৃত। আমরা এই যুক্তি মেনে নিইনি এবং তাদের কাছে বিষয়টি উপস্থাপন করেছি।

কিন্তু তারা কোনো ব্যাখ্যা দেয়নি। বরং তারা আমাদেরকে নির্দেশ দিয়েছে যে, যে প্রতীক আমরা চাইব, সেটি নিতে হবে না। পরিবর্তে তারা খাট, পালঙ্ক, চেয়ার বা টেবিলের মতো প্রতীক দিতে চাচ্ছে।

সম্প্রতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলনের প্রতি সংহতি প্রকাশকালে তুষার গণমাধ্যমকে জানান, আমরা শাপলা প্রতীক চাইছি কারণ এটি বাংলাদেশের মানুষের অন্তরের সঙ্গে জড়িত। এটি আমাদের দেশের প্রতীক এবং জনগণের কাছে পরিচিত। শাপলা বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রতীক।

তিনি আরও বলেন, যারা আমাদের উপহাস করছে, তাদেরকে হুঁশিয়ারি জানাই যদি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চান, তাহলে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে অন্যায় আচরণ বন্ধ করতে হবে। আমাদের মনে হয়, বর্তমান আচরণ দেখিয়ে ইলেকশন কমিশন আগামী নির্বাচনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে।

তুষার আরও অভিযোগ করেন, ইলেকশন কমিশন চায় না জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে অংশগ্রহণ করুক। কারণ দেশের মানুষ এই পার্টিকে সমর্থন দেয়।

এজন্যই কমিশন বিভিন্ন রাজনৈতিক দল ও শক্তির পরামর্শ নিয়ে জাতীয় নাগরিক পার্টিকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। তবে বাংলাদেশে ইলেকশন কমিশন জাতীয় নাগরিক পার্টিকে শাপলা প্রতীক না দিলে সহজে পালাবে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন