শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আমাকে গর্ভপাত করিয়ে দিয়েছে: মুফতি কাসেমীর তৃতীয় স্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৪:৪৩ পিএম
মুফতি কাসেমীর তৃতীয় স্ত্রী
expand
মুফতি কাসেমীর তৃতীয় স্ত্রী

মুফতি মামুনুর রশিদ কাসেমীর বিরুদ্ধে তৃতীয় স্ত্রীর চাঞ্চল্যকর অভিযোগ, গর্ভপাত ও প্রতারণার অভিযোগে মামলা।

ইসলামিক বক্তা ত্বহা মোহাম্মদ আদনানকে ঘিরে পরকীয়ার বিতর্কের রেশ না কাটতেই এবার আলোচনায় এসেছেন আরেক ধর্মীয় বক্তা মুফতি মামুনুর রশিদ কাসেমী। নিজের পরিচয়ে একজন নারী, তামান্না হাতুন, দাবি করেছেন, তিনি কাসেমীর তৃতীয় স্ত্রী ছিলেন এবং তার বিরুদ্ধে গুরুতর অভিযোগও তুলেছেন।

ফেসবুকে প্রকাশিত এক দীর্ঘ পোস্টে তামান্না হাতুন অভিযোগ করেন, ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’ নামে শরিয়াভিত্তিক বিবাহ পরামর্শ কেন্দ্রের প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমী তাকে মৌখিকভাবে বিয়ে করেছিলেন। দশ হাজার টাকা কাবিনে এক বছর সংসার করার পর কাসেমী তাকে তালাক দিয়ে অবৈধভাবে সম্পর্ক বজায় রাখেন।

তিনি লেখেন, তালাকের পরও সে আমাকে বলে, সবকিছু ঠিক করে নেবে। কিন্তু আমি গর্ভবতী হয়ে পড়লে সে উল্টো আমাকে জোর করে ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটায়।

তামান্না আরও অভিযোগ করেন, কাসেমী ও তার আত্মীয়রা মিলে তাকে হুমকি দিয়েছেন, যেন এ বিষয়ে অনলাইনে কিছু প্রকাশ না করেন। পরে তিনি ১৪ অক্টোবর ২০২৫ তারিখে থানায় একটি মামলা দায়ের করেন বলে দাবি করেছেন।

তার ভাষ্য অনুযায়ী, কাসেমী আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র মাধ্যমে মেয়েদের অল্প সময়ের জন্য বিয়ে দিয়ে প্রতারণা করেন। কেউ প্রশ্ন করলে বলা হয়, স্ত্রী তর্ক করায় তালাক দেওয়া হয়েছে।

তামান্না লিখেছেন, আমি ভেবেছিলাম আমি ভালো কাজের সঙ্গে যুক্ত আছি, কিন্তু বুঝলাম এই প্ল্যাটফর্ম নারীদের ব্যবহার করে। আমি যদি এখন চুপ থাকি, আরও অনেক নারী প্রতারিত হবে।

উল্লেখ্য, এর আগে ধর্মীয় বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনান-এর বিরুদ্ধেও পরকীয়ার অভিযোগ তুলেছিলেন তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার, যিনি অভিযোগ করেন, ত্বহা তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন