শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দেশের অর্থনৈতিক অবকাঠামো ভেঙে ফেলার চেষ্টা চলছে কি? আজহারি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৯:৫৭ পিএম আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১০:০৩ পিএম
ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারি
expand
ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারি

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো ভেঙে ফেলার কোনো চক্রান্ত চলছে কি না—এমন প্রশ্ন তুলেছেন ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারি।

শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি বলেন, মিরপুর থেকে শুরু করে চট্টগ্রাম ইপিজেড ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন—এই ধারাবাহিক অগ্নিকাণ্ড দেশের জন্য “অশনিসংকেত”।

প্রথমে প্রতিবাদ, মানববন্ধন ও আলোচনা হয়, তারপর আবার নীরবতা ফিরে আসে—যা উদ্বেগজনক, বলে মন্তব্য করেন তিনি।

ড. আজহারি বলেন, অপরিকল্পিত নগরায়ণ, অপ্রতুল আগুন প্রতিরোধ ব্যবস্থা, দাহ্য পদার্থের অনিয়ন্ত্রিত মজুদ, ত্রুটিপূর্ণ বিদ্যুৎ সংযোগ ও জনসচেতনতার অভাব এই দুর্ঘটনাগুলোর একটি অংশকারণ হলেও, ধারাবাহিকভাবে এসব ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি না—তাও খতিয়ে দেখতে হবে।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান, প্রতিটি ঘটনার পেছনের কারণ নিরপেক্ষভাবে তদন্ত করে জনগণকে ফলাফল জানাতে হবে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

পোস্টে তিনি আরও বলেন, “এগুলো নিছক দুর্ঘটনা কি, নাকি আবহমান কোনো পরিকল্পনার ফল—খতিয়ে দেখা দরকার।

দেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষতি রোধে এখনই স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত অপরিহার্য।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন