

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ধর্মীয় সহাবস্থান ও সম্প্রীতি নিশ্চিত করতে ইসলামি শিক্ষার যথাযথ অনুসরণের ওপর গুরুত্ব দিয়েছেন মির্জা গালিব।
তিনি বলেছেন, অন্য ধর্মের মানুষকে তাদের ধর্ম পালন করতে বাধা দেওয়া ইসলামে বৈধ নয়, যদিও মুসলিমরা তাদের নিজ ধর্মের দৃষ্টিকোণ থেকে ভিন্ন মত রাখতে পারে।
ফেসবুকে প্রকাশিত তার মন্তব্যে বলা হয়েছে, ইসলাম তাওহীদবাদী ধর্ম হিসেবে মুসলমানদের স্বাতন্ত্র্য রক্ষা করতে বলে।
অন্য ধর্মের অনুষ্ঠান মুসলমানের বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক হলে তাতে অংশ নেওয়া জায়েয নয়। তবে, ধর্মীয় মতপার্থক্য থাকা সত্ত্বেও অন্যান্য ধর্মের মানুষ তাদের নিজস্ব ধর্ম পালন করার পূর্ণ স্বাধীনতা রয়েছে।
মির্জা গালিব আরও বলেন, “ধর্মের ব্যাপারে ভিন্ন মত থাকলেও আমরা একসঙ্গে সমাজে বসবাস করি। যেখানে ধর্মীয় মতপার্থক্য নেই, সেখানে একসঙ্গে অংশগ্রহণ করা যায়। যেখানে আছে, সেখানে দূরত্ব বজায় রাখা উচিত।”
তিনি যুক্তি দেন, রাষ্ট্র ও সমাজ এমন ব্যবস্থা করবে যাতে হিন্দু ধর্মের মানুষ তাদের উৎসব ও ধর্মীয় কর্মকাণ্ড নিরাপদভাবে পালন করতে পারে।
মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হলো—নিজ ধর্মের রক্ষা করা এবং একই সঙ্গে অন্য ধর্মের মানুষের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    