শনিবার
০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জাবির মাস্টার্সের ছাত্ররা সকালে মদ দিয়ে কুলি করে: মুফতি আমির হামজা

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৭ পিএম
মুফতি আমির হামজা
expand
মুফতি আমির হামজা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন-এমন দাবি করেছেন মুফতি আমির হামজা। বক্তব্যে বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে পড়তেন এবং সকালে মাস্টার্সের শিক্ষার্থীদের মদ দিয়ে কুলি করা দেখে আর সেখানে পড়াশোনা চালিয়ে যাননি।

মুফতি আমির হামজা আরও দাবি করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষককে পিটাচ্ছে এমন দৃশ্যও তিনি দেখেছেন।

এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে, মুফতি আমির হামজা কখনোই ওই বিভাগের শিক্ষার্থী ছিলেন না। সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরাও তার এ দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছেন।

এ বিষয়ে নেটিজেনরা মন্তব্য করছেন, আমির হামজার বক্তব্য বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক এবং তিনি কথা বলার সময় নিজেকে ব্যালেন্স করতে পারে না।

সুতরাং ওয়াজের মাঠে কথা বলার সময় তাকে আরও সচেতন হয়ে কথা বলা উচিৎ বলে মনে করছেন নেটিজেনরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X