রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

একাত্তর প্রজন্ম ছিল ‘নিকৃষ্টতম প্রজন্ম’ এদের যুদ্ধ, স্বাধীনতা সবকিছু মিথ্যা : কাজী ইব্রাহিম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১১:২১ এএম
ইসলামী বক্তা কাজী মোহাম্মদ ইব্রাহিম
expand
ইসলামী বক্তা কাজী মোহাম্মদ ইব্রাহিম

ইসলামী বক্তা কাজী মোহাম্মদ ইব্রাহিম আবারও আলোচনার কেন্দ্রে। একাত্তরের প্রজন্মকে ‘সবচেয়ে নিকৃষ্ট’ আখ্যা দিয়ে তিনি দাবি করেছেন- তাদের যুদ্ধ, স্বাধীনতা ও ইতিহাসের নানা দাবিই মিথ্যা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন একটি ভিডিওতে তাকে এসব কথা বলতে শোনা যায়, যা প্রকাশের পর থেকেই নেট দুনিয়ায় সমালোচনার ঝড় বইছে।

ভিডিওটিতে ইব্রাহিমকে বলতে শোনা যায়, “বাংলাদেশের ইতিহাসে একাত্তরের মতো মিথ্যুক আর কোনো প্রজন্ম নেই।

তাদের নেতা থেকে কর্মী—সবাই মিথ্যায় বিশ্বাসী। তাদের যুদ্ধও সত্য নয়, স্বাধীনতার গল্পও নয়।”

তিনি আরও দাবি করেন, ১৯৪৭ সালের ১৪ আগস্টেই ‘স্বাধীনতা’ অর্জিত হয়েছিল।

তার বক্তব্য অনুযায়ী, পাকিস্তান রাষ্ট্র গঠনের সংগ্রামে অংশ নিয়েছিল মূলত বাঙালিরাই- “বাংলাদেশিরা ৬০ শতাংশ লড়ে পাকিস্তান প্রতিষ্ঠা করেছে, আর পাঞ্জাবী-পাঠানরা করেছে ৪০ শতাংশ,” -এমন মত প্রকাশ করেন তিনি।

শেরে বাংলা এ. কে. ফজলুল হক থেকে শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-সবার অংশগ্রহণের কথাই তিনি উল্লেখ করেন।

দ্বিতীয় অংশে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে “ভারতীয় চক্রান্ত” হিসেবে অভিহিত করেন।

তাঁর দাবি, “৪৭ সালে স্বাধীনতার পর আবার ৭১ সালে যুদ্ধের প্রয়োজন ছিল না; পুরো ঘটনাই আগরতলা মামলার ধারাবাহিকতা।” তিনি বলেন, “পিলখানায় যে ‘ডাল–ভাত বিদ্রোহ’ বলা হয়, ৭১–কেও তিনি সেই রকম ষড়যন্ত্র হিসেবেই দেখেন।”

বক্তব্যে ভারতের প্রতি কড়া অবস্থানও তুলে ধরেন কাজী ইব্রাহিম। তিনি বলেন, “ভারতের বন্ধু যে-ই হোক, সে বাংলাদেশের শত্রু। ড. ইউনূসসহ ভারতপন্থী যাদের মনে করা হয়- তাদের বিচারের দাবি জানান।”

উল্লেখ্য, এই ধরনের বক্তব্য তিনি আগেও বহুবার দিয়েছেন। ইউটিউবে তাঁর আরও কয়েকটি ভিডিওতে একই ধরনের মন্তব্য পাওয়া যায়, যেগুলো নিয়েও অহরহ বিতর্ক তৈরি হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X