

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সৌদি আরব ২০২৬ সালের হজে গুরুতর অসুস্থ ব্যক্তিদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে। ক্যানসার, হৃদরোগ, কিডনি জটিলতা, গুরুতর ফুসফুস ও লিভার রোগ, সংক্রামক রোগসহ বিভিন্ন জটিল অসুস্থতায় আক্রান্ত ব্যক্তিদের হজে যাওয়া সম্পূর্ণভাবে সীমিত করা হবে।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, কিডনি রোগী বা ডায়ালাইসিস নিতে হয় এমন ব্যক্তি, হৃদরোগে শারীরিক সক্ষমতা কমে যাওয়া রোগী, স্মৃতিভ্রংশ, ডিমেনশিয়া, আলঝেইমার, মৃগীরোগসহ স্নায়ু ও মানসিক সমস্যায় ভোগা ব্যক্তি, হুপিং কাশি, যক্ষ্মা, ভাইরাল হেমোরেজিক জ্বরে আক্রান্ত ব্যক্তি এবং গর্ভবতী নারীরা হজে অংশ নিতে পারবেন না।
এ ছাড়া গুরুতর অসুস্থ হজযাত্রীদের ফেরত পাঠানোর নীতিও কার্যকর হবে, যেখানে ফেরত যাওয়ার ব্যয় নিজেকেই বহন করতে হবে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ফিটনেস সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে অনিয়ম হলে দায়িত্বশীল চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সৌদি মনিটরিং টিম প্রতিটি যাত্রীর ফিটনেস সার্টিফিকেট যাচাই করবে।
কঠোর এই বিধিনিষেধের উদ্দেশ্য হলো হজযাত্রীদের সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ হজ নিশ্চিত করা।
মন্তব্য করুন
